সুইৎজ়ারল্যান্ডে প্রথম বার ব্যবহৃত হল ‘সুইসাইড পড’, ‘আত্মহত্যা’ ৬৪ বছরের বৃদ্ধার! গ্রেফতার চার জন সোমবার ‘সুইসাইড পড’ ব্যবহার করে স্বেচ্ছামৃত্যু বরণ করেছেন ৬৪ বছরের এক বৃদ্ধা। এর পরেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন চার জন। এক মিনিটেরও কম সময়ে ব্যথা-বেদনাহীন শান্তির মৃত্যু। এমনই এক যন্ত্র প্রথম বার ব্যবহার করা হল সুইৎজ়ারল্যান্ডে। আর তার পরেই বাধল গোল! সুইস পুলিশের হাতে গ্রেফতার হলেন চার ব্যক্তি। ©BANGLE TIMES #Switzerland_Suicide_Machine