Nojoto: Largest Storytelling Platform

শনির ডিগ্রিতে দেশের মধ্যে দ্বিতীয় বাঁকুড়া! ৪৫ পার

শনির ডিগ্রিতে দেশের মধ্যে দ্বিতীয় বাঁকুড়া! ৪৫ পার করে এক নম্বরে ওড়িশার বারিপদা, লড়াইয়ে পানাগড়ও

শনিবার ঝাড়খণ্ডের ডালটনগঞ্জে তাপমাত্রা ছিল ৪৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৭ ডিগ্রি বেশি। ছত্তীসগঢ়ের রাজনন্দাগাঁওতে ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৭.৬ ডিগ্রি বেশি।

শনিবারের বারবেলায় তাপমাত্রার নিরিখে বাংলাকে হারিয়ে দিল ওড়িশা। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, প্রতিবেশী রাজ্যের বারিপদা দেশের মধ্যে তাপমাত্রার বিচারে শনিবার এক নম্বর স্থান অর্জন করেছে। দ্বিতীয় স্থানে বাংলার বাঁকুড়া। দুয়ের মধ্যে তাপমাত্রার ফারাক মাত্র ০.৬ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের হিসাব বলছে, শনিবার বারিপদার তাপমাত্রা ছিল ৪৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭.১ ডিগ্রি বেশি। অন্য দিকে, বাঁকুড়ার তাপমাত্রা ছিল ৪৪.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.৬ ডিগ্রি বেশি। তবে আলিপুর আবহাওয়া দফতর যে হিসাব দিয়েছে, তাতে বলা হয়েছে শনিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল পানাগড়ে। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৮.৩ ডিগ্রি বেশি।

©BANGLE TIMES
  #Temp #Bankura