Nojoto: Largest Storytelling Platform

রোগী-ডাক্তার একই পক্ষ, বার্তা ধর্মতলার মঞ্চ থেকে,

রোগী-ডাক্তার একই পক্ষ, বার্তা ধর্মতলার মঞ্চ থেকে, অভিমুখ সিবিআইও, দিল্লি গিয়ে প্রতিবাদের হুঙ্কার!

দ্বিতীয় বার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তা নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠতে শুরু করেছে। এ বার ধর্মতলার সভামঞ্চ থেকে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তারেরা।

আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তারেরা। কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে সভা। অতীতের কর্মসূচিগুলির মতো বুধেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সিনিয়র ডাক্তারেরা। মিছিলে শামিল হল নাগরিক সমাজও। কেন ফের পূর্ণ কর্মবিরতি, সেই ব্যাখ্যাও দেওয়া হল ধর্মতলার সভা থেকে। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হল, আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয়। সমান ভাবে সিবিআইও। প্রয়োজনে দিল্লিতে গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও এল। ডাক্তারেরা যে রোগী ও তাঁদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন কোনও পক্ষ নয়, সেই বার্তাও এল। মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়া আন্দোলনে অন্য কোনও কর্মসূচি গ্রহণ করা যায় কি না, ধর্মতলার সভায় তা নিয়েও প্রস্তাব গেল জুনিয়র ডাক্তারদের কাছে। আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন, সে কথাও উঠে এল।

©BANGLE TIMES #Junior_Doctors_Protest
রোগী-ডাক্তার একই পক্ষ, বার্তা ধর্মতলার মঞ্চ থেকে, অভিমুখ সিবিআইও, দিল্লি গিয়ে প্রতিবাদের হুঙ্কার!

দ্বিতীয় বার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তা নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠতে শুরু করেছে। এ বার ধর্মতলার সভামঞ্চ থেকে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তারেরা।

আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তারেরা। কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে সভা। অতীতের কর্মসূচিগুলির মতো বুধেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সিনিয়র ডাক্তারেরা। মিছিলে শামিল হল নাগরিক সমাজও। কেন ফের পূর্ণ কর্মবিরতি, সেই ব্যাখ্যাও দেওয়া হল ধর্মতলার সভা থেকে। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হল, আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয়। সমান ভাবে সিবিআইও। প্রয়োজনে দিল্লিতে গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও এল। ডাক্তারেরা যে রোগী ও তাঁদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন কোনও পক্ষ নয়, সেই বার্তাও এল। মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়া আন্দোলনে অন্য কোনও কর্মসূচি গ্রহণ করা যায় কি না, ধর্মতলার সভায় তা নিয়েও প্রস্তাব গেল জুনিয়র ডাক্তারদের কাছে। আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন, সে কথাও উঠে এল।

©BANGLE TIMES #Junior_Doctors_Protest
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon6