লিথিয়াম ব্যাটারির আয়ু কি শেষের পথে? এক চার্জেই এ বার ফোন চলবে ৫০ বছর! চিনের হাতে এসেছে এমন একটি যুগান্তকারী ব্যাটারি যা রিচার্জ ছাড়াই ৫০ বছরের জন্য স্মার্টফোনকে ক্রমাগত চার্জ করতে সক্ষম। বাড়ির বাইরে রয়েছেন আর ফোনে চার্জ শেষ, কিংবা বেড়াতে গিয়ে চার্জার ভুলে এসেছেন? সেই সমস্যা এ বার বোধ হয় শেষ হতে চলেছে। কারণ এমন এক ব্যাটারি তৈরি করেছে এক চিনা স্টার্ট আপ সংস্থা যা এক আধ বছর নয়, ৫০ বছর একটানা চার্জ দিতে সক্ষম। অন্তত এমনটাই দাবি ওই সংস্থার। চিনা সংস্থাটির নাম বেটাভোল্ট । তারা ঘোষণা করেছে এটি এমন একটি যুগান্তকারী ব্যাটারি যা রিচার্জ ছাড়াই ৫০ বছরের জন্য স্মার্টফোনকে ক্রমাগত চার্জ করতে সক্ষম। ©BANGLE TIMES #Lithium_Ion_Battery