Nojoto: Largest Storytelling Platform

ভোট মিটতেই হিংসা বঙ্গে! নদিয়ায় যুবক খুন, তাপসের এজ

ভোট মিটতেই হিংসা বঙ্গে! নদিয়ায় যুবক খুন, তাপসের এজেন্টকে মার, ব্যারাকপুর ও সন্দেশখালিও বাদ নেই

নির্বাচন কমিশন অবশ্য ‘ভোট পরবর্তী হিংসা’র বিষয়টি নজরে রেখে পদক্ষেপ করছে। রবিবার তারা জানিয়েছে, আগামী ১৯ জুন পর্যন্ত বাংলায় ৪০০কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

বাসস্ট্যান্ড ধরে গ্রামের দিকে এগোলেই পর পর দোকানের শাটার নামানো। বেলা ১২টাতেও তালা খোলেনি। যেন অঘোষিত বন্‌ধ চলছে! গ্রামে ঢুকে রাস্তায় দু’এক জন প্রৌঢ় ছাড়া কোনও পুরুষের দেখা মেলেনি। শনিবার সন্ধ্যায় যুবককে গুলি করে কুপিয়ে খুনের ঘটনার পর থেকেই থমথমে গোটা গ্রাম। দুপুরের রোদে পথচলতি অচেনা মানুষ দেখে বেড়ার ফাঁক দিয়ে কৌতূহলী চোখে দু’-এক জন মহিলা উঁকিঝুঁকি দিলেন বটে। কিন্তু ওই পর্যন্তই। কথা বলতে এগিয়ে এলেন না কেউই। বরং পাছে কথা বলতে হয়, সেই ভেবে ঘুরে তাকানো মাত্র সরে গেলেন। ফাঁকা রাস্তায় ঘুরছে শুধু পুলিশের গাড়ি। কোথাও কোথাও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের জটলা! রবিবার সকাল থেকে নদিয়ার কালীগঞ্জের ছোট্ট গঞ্জ পচা চাঁদপুরে ঠিক এই ছবিই দেখা গেল।

©BANGLE TIMES
  #Post_Poll_Violence #West_Bengal #Nadia