Nojoto: Largest Storytelling Platform

সুশান্তের তিন আততায়ীর আস্তানার ব্যবস্থা করে দেন তা

সুশান্তের তিন আততায়ীর আস্তানার ব্যবস্থা করে দেন তাঁরই ‘ঘনিষ্ঠ’? জটিলতায় ঘুরপাক খাচ্ছে কসবাকাণ্ড

তদন্তে পুলিশ এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র পেয়েছে। সেই সূত্র ধরেই শনিবার ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ়কে গ্রেফতার করে তারা। তদন্তে উঠে এসেছে সুশান্ত-পরিচিত ওই ব্যবসায়ীর নাম।

কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় উঠে এসেছে তিন বন্দুকবাজের কথা। সেই তিন আততায়ীকে কলকাতায় থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন সুশান্তেরই ঘনিষ্ঠ এক ব্যবসায়ী! তদন্তকারীদের সূত্রে খবর, সুশান্ত-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী শুক্রবারের গুলিকাণ্ডের ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ় খান ওরফে গুলজ়ারেরও ‘ঘনিষ্ঠ’! তা হলে কি সুশান্তকে খুন করার পরিকল্পনার সঙ্গে ছিলেন তাঁরই পরিচিত ওই ব্যবসায়ী? যদিও তাঁর দাবি, কাউন্সিলরকে খুনের পরিকল্পনার ব্যাপারে বিন্দুবিসর্গ জানতেন না তিনি। সব মিলিয়ে এক গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছেন তদন্তকারীরা।

©BANGLE TIMES #Kasba_Attempt_to_Murder_Case
সুশান্তের তিন আততায়ীর আস্তানার ব্যবস্থা করে দেন তাঁরই ‘ঘনিষ্ঠ’? জটিলতায় ঘুরপাক খাচ্ছে কসবাকাণ্ড

তদন্তে পুলিশ এখনও পর্যন্ত বেশ কয়েকটি সূত্র পেয়েছে। সেই সূত্র ধরেই শনিবার ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ়কে গ্রেফতার করে তারা। তদন্তে উঠে এসেছে সুশান্ত-পরিচিত ওই ব্যবসায়ীর নাম।

কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনায় উঠে এসেছে তিন বন্দুকবাজের কথা। সেই তিন আততায়ীকে কলকাতায় থাকার বন্দোবস্ত করে দিয়েছিলেন সুশান্তেরই ঘনিষ্ঠ এক ব্যবসায়ী! তদন্তকারীদের সূত্রে খবর, সুশান্ত-ঘনিষ্ঠ ওই ব্যবসায়ী শুক্রবারের গুলিকাণ্ডের ‘মূল ষড়যন্ত্রকারী’ আফরোজ় খান ওরফে গুলজ়ারেরও ‘ঘনিষ্ঠ’! তা হলে কি সুশান্তকে খুন করার পরিকল্পনার সঙ্গে ছিলেন তাঁরই পরিচিত ওই ব্যবসায়ী? যদিও তাঁর দাবি, কাউন্সিলরকে খুনের পরিকল্পনার ব্যাপারে বিন্দুবিসর্গ জানতেন না তিনি। সব মিলিয়ে এক গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছেন তদন্তকারীরা।

©BANGLE TIMES #Kasba_Attempt_to_Murder_Case
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon7