Nojoto: Largest Storytelling Platform

লাগাতার বৃষ্টি ও বজ্রপাতে মৃত ৮৭  ভয়ংকর প্রাকৃতিক

লাগাতার বৃষ্টি ও বজ্রপাতে মৃত ৮৭

 ভয়ংকর প্রাকৃতিক বিপর্যের মুখে পাকিস্তান (Pakistan)। গত কয়েকদিন ধরে অস্বাভাবিক ভারী বৃষ্টির জেরে এবং বজ্রপাতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮৭ জনের। আহতের সংখ্যা ৮২। গত সপ্তাহে শুরু হওয়া দুর্যোগের বিষয়ে জানিয়েছে পড়শি দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর (NDMA)। প্রাণহানী ছাড়াও অন্যান্য ক্ষয়ক্ষতির পরিসংখ্যান দিয়েছে NDMA।

মাত্রাছাড়া বৃষ্টিতে গ্রামের পর গ্রাম প্লাবিত। জলের তলায় কৃষিজমি। ধসে ভেঙে পড়েছে ২,৭১৫টি বাড়ি। অধিকাংশ মৃত্যুর কারণ বাড়ির দেওয়াল ভাঙা কিংবা গোটা বাড়িটাই ভেঙে পড়া। এছাড়াও বজ্রপাত এবং বন্যার জলে ভেসে গিয়েছে বহু মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে উত্তরপশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে। সেখানে ৩৬ জনের মৃত্যু হয়েছে। আহত ৫৩ জন। অন্যদিকে অকাল বৃষ্টিতে পাঞ্জাব প্রদেশে মৃতের সংখ্যা ২৫। আহত ৮ জন। দক্ষিণপশ্চিম বালুচিস্তানে মৃত্যু হয়েছে ১৫ জনের। আহত হয়েছেন ১০ জন। অন্যদিকে প্রকৃতির রুদ্ররোষে পাক অধিকৃত কাশ্মীরে মৃত্যু হয়েছে ১১ জনের। আহত হয়েছেন আরও ১১ জন।

©BANGLE TIMES
  #Pakistan