Nojoto: Largest Storytelling Platform

‘গত ছ’দফাতেই তৃণমূল ২৩ আসন পেয়ে গিয়েছে’, শেষ পর্বে

‘গত ছ’দফাতেই তৃণমূল ২৩ আসন পেয়ে গিয়েছে’, শেষ পর্বের আগেই অভিষেকের দাবি! চ্যালেঞ্জ বিজেপিকে

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। ভোট-ভরাডুবি নিশ্চিত বুঝে বিজেপি নেতারা এখন কেন্দ্রীয় বাহিনীকে দোষারোপ করতে শুরু করেছেন।

লোকসভা ভোটের প্রথম ছ’দফাতেই ২৩টি আসন পেয়ে গিয়েছে তৃণমূল। মঙ্গলবার এই দাবি করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, নিজের লোকসভা আসন ডায়মন্ড হারাবারে দাঁড়িয়ে বিজেপির উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
অভিষেক মঙ্গলবার বলেন, ‘‘আজ, আমি বলতে চাই, পশ্চিমবঙ্গে গত ছ’দফায় ৩৩টি লোকসভা আসনে ভোট হয়েছে। ৯টি আসন এখনও বাকি আছে। তৃণমূল গত ছ’পর্বেই ২৩টি আসন অতিক্রম করে গিয়েছে। এটা আমার চ্যালেঞ্জ। ৪ জুন আমার দাবি মিলিয়ে নেবেন।’’

©BANGLE TIMES
  #TMC