Nojoto: Largest Storytelling Platform

‘নিটে অনিয়ম নিয়ে কেন ইডি, সিবিআই নয়?’ কেন্দ্রীয় সং

‘নিটে অনিয়ম নিয়ে কেন ইডি, সিবিআই নয়?’ কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্যের

শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্য বলেন, “আমি বুঝতে পারছি না কেন এখনও নিট-এ অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু করা হল না। এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয়?”

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা ‘নিট’-এ অনিয়মের অভিযোগে তোলপাড় শুরু হয়েছে গোটা দেশে। বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করেছে সুপ্রিম কোর্টও। এই আবহে নিট ‘দুর্নীতি’ নিয়ে কেন্দ্রীয় তদন্তের দাবি জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শনিবার সংবাদ সংস্থা পিটিআইকে ব্রাত্য বলেন, “আমি বুঝতে পারছি না কেন এখনও নিট-এ অনিয়ম নিয়ে ইডি কিংবা সিবিআই তদন্ত শুরু করা হল না। এটা কি কেন্দ্রের ব্যর্থতা নয়?” পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে কেন্দ্রের বিজেপি সরকার কেন্দ্রীয় তদন্তের পক্ষে সওয়াল করে গেলেও কেন নিট নিয়ে তারা নীরব, সেই প্রশ্নও তুলেছেন ব্রাত্য।

©BANGLE TIMES
  #NEET