Nojoto: Largest Storytelling Platform

ইজ়রায়েলি হামলার জবাব! ২০০-র বেশি রকেট তেল আভিভে ছ

ইজ়রায়েলি হামলার জবাব! ২০০-র বেশি রকেট তেল আভিভে ছুড়ল হিজ়বুল্লা, ধ্বংস অনেক ঘরবাড়ি

শনিবার লেবাননের রাজধানী বেরুটে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল। তাতে ২৯ জনের মৃত্যু হয় বলে খবর। রবিবার ইজ়রায়েলে পাল্টা হামলা চালাল হিজ়বুল্লা।

লেবাননে ইজ়রায়েলের হামলার এক দিন পরেই প্রতিশোধ নিল সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করল তারা। সে সব রকেটের কিছু ইজ়রায়েল নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে। কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে রাজধানীর মাটিতে। একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, রবিবার লেবাননের দিক থেকে অন্তত ২৪০টি রকেট ছোড়া হয়েছে তেল আভিভকে লক্ষ্য করে।

©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
ইজ়রায়েলি হামলার জবাব! ২০০-র বেশি রকেট তেল আভিভে ছুড়ল হিজ়বুল্লা, ধ্বংস অনেক ঘরবাড়ি

শনিবার লেবাননের রাজধানী বেরুটে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল। তাতে ২৯ জনের মৃত্যু হয় বলে খবর। রবিবার ইজ়রায়েলে পাল্টা হামলা চালাল হিজ়বুল্লা।

লেবাননে ইজ়রায়েলের হামলার এক দিন পরেই প্রতিশোধ নিল সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করল তারা। সে সব রকেটের কিছু ইজ়রায়েল নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে। কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে রাজধানীর মাটিতে। একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, রবিবার লেবাননের দিক থেকে অন্তত ২৪০টি রকেট ছোড়া হয়েছে তেল আভিভকে লক্ষ্য করে।

©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
bangletimes2800

BANGLE TIMES

New Creator