Nojoto: Largest Storytelling Platform

৪৩ দিনের অবস্থানে ইতি, সহমত-দ্বন্দ্বের নানা বাঁক ড

৪৩ দিনের অবস্থানে ইতি, সহমত-দ্বন্দ্বের নানা বাঁক ডাক্তারদের আন্দোলনে, শেষ দিনেও টানাপড়েন

জুনিয়র ডাক্তারদের একটি অংশ মনে করছে, এক বার অবস্থান উঠে গেলে নতুন করে তা শুরু করা মুশকিল। তখন সরকার ফের নিজের ‘মূর্তি’ ধারণ করতে পারে। তখন কি এই মাত্রায় আন্দোলন তোলা যাবে?

শুরু হয়েছিল ৯ অগস্ট। শেষ হল (আপাতত) ২০ সেপ্টেম্বর। এই ৪৩ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নানা বাঁক পেরিয়েছে। আরজি কর হাসপাতালের চত্বর, লালবাজারের অদূরে ফিয়ার্স লেন থেকে সেই আন্দোলন শেষে গিয়ে পড়েছিল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায়। ১০ দিন ধরে চলেছে টানা অবস্থান। যা শুক্রবার দুপুর ৩টেয় শেষ হল।

©BANGLE TIMES #Junior_Doctpr_Movement
৪৩ দিনের অবস্থানে ইতি, সহমত-দ্বন্দ্বের নানা বাঁক ডাক্তারদের আন্দোলনে, শেষ দিনেও টানাপড়েন

জুনিয়র ডাক্তারদের একটি অংশ মনে করছে, এক বার অবস্থান উঠে গেলে নতুন করে তা শুরু করা মুশকিল। তখন সরকার ফের নিজের ‘মূর্তি’ ধারণ করতে পারে। তখন কি এই মাত্রায় আন্দোলন তোলা যাবে?

শুরু হয়েছিল ৯ অগস্ট। শেষ হল (আপাতত) ২০ সেপ্টেম্বর। এই ৪৩ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নানা বাঁক পেরিয়েছে। আরজি কর হাসপাতালের চত্বর, লালবাজারের অদূরে ফিয়ার্স লেন থেকে সেই আন্দোলন শেষে গিয়ে পড়েছিল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায়। ১০ দিন ধরে চলেছে টানা অবস্থান। যা শুক্রবার দুপুর ৩টেয় শেষ হল।

©BANGLE TIMES #Junior_Doctpr_Movement
bangletimes2800

BANGLE TIMES

New Creator
streak icon6