Nojoto: Largest Storytelling Platform

শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিক পাসপোর্ট

শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল! এ বার কেন সংশয় ভারতে থাকা নিয়ে?

ভারত-বাংলাদেশ সমঝোতা অনুযায়ী, কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) বা সরকারি (অফিশিয়াল) পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনও নাগরিক অন্তত ৪৫ দিন কোনও ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন।

প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার সব সদস্য এবং জাতীয় সংসদের প্রাক্তন সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর ফলে নয়াদিল্লি-ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

©BANGLE TIMES
  #Sheikh_Hasina #International_Passport_Cancelled