Nojoto: Largest Storytelling Platform

মুহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান!

মুহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান! ছাত্রজোটের দাবি মেনে নিলেন বাংলাদেশ ‘কর্তৃপক্ষ’

মঙ্গলবার ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত হয়েছে, বাংলাদেশে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান হবেন মুহাম্মদ ইউনূসই।

নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদিন সংবাদমাধ্যম ‘প্রথম আলো’কে মঙ্গলবার রাতে এ কথা জানিয়েছেন। ঢাকার বঙ্গভবনে রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিনের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। সরকারের বাকি সদস্যদের নামও চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন আবেদিন।

©BANGLE TIMES
  #Bangladesh_Unrest