এ বার বদলে যাবে সকলের প্যান কার্ড! কিউআর কোড জুড়বে, সিদ্ধান্ত হল নরেন্দ্র মোদী মন্ত্রিসভার বৈঠকে প্যান ২.০ প্রকল্পে কী কী সুবিধা পাওয়া যাবে তা বিবৃতিতে বিস্তারিত বলা হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আর্থিক লেনদেন অনেক সহজ হয়ে উঠবে। উন্নত মানের এবং দ্রুত পরিষেবা পাওয়া যাবে। এ বার থেকে প্যান কার্ডে কিউআর কোড যুক্ত হবে। সোমবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। প্যান কার্ডে কিউআর কোড ছাড়া আর কী কী সুবিধা থাকবে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রকল্পের নাম প্যান ২.০ দেওয়া হয়েছে। ©BANGLE TIMES #Pancard