Nojoto: Largest Storytelling Platform

পরনে গেরুয়া বসন, ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী,

পরনে গেরুয়া বসন, ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী মোদী, প্রায় ১৫ ঘণ্টা পরে পাওয়া গেল কন্যাকুমারীর স্থিরচিত্র

বৃহস্পতিবার সন্ধ্যায় কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন তিনি। তার পর প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর প্রকাশ্যে এল মোদীর ধ্যানে বসার ছবি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সন্ধ্যায় সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেন তিনি। তার পর প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর, শুক্রবার সকাল ১০টা নাগাদ প্রকাশ্যে এল মোদীর ধ্যানে বসার ছবি।

বিজেপির ফেসবুক পেজ থেকে মোট চারটি ছবি প্রকাশ করা হয়। একটি ছবিতে দেখা যাচ্ছে, গেরুয়া বসন পরে, হাতজোড় করে ধ্যানে বসেছেন মোদী। প্রধানমন্ত্রীর ধ্যানে বসার আরও তিনটি ছবিও প্রকাশ করা হয়েছে।

©BANGLE TIMES
  #PM_Modi