Nojoto: Largest Storytelling Platform

হুমকি দিচ্ছে তৃণমূল! সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত

হুমকি দিচ্ছে তৃণমূল! সন্দেশখালিকাণ্ডে সিবিআই তদন্ত-নির্দেশে স্বস্তি রেখার, চান, ‘ভোট শান্তিতে হোক’

সন্দেশখালিতে যাঁকে নিয়ে এত কাণ্ড, সেই শাহজাহান শেখই বৃহস্পতিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করানোর নির্দেশকে স্বাগত জানিয়েছেন। এ নিয়েও মুখ খুলেছেন রেখা।


সন্দেশখালিতে শাহজাহান শেখ ও তাঁর বাহিনীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগের তদন্তভার সিবিআইকে দিয়েছে কলকাতা হাই কোর্ট। এ নিয়ে বৃহস্পতিবার মুখ খুললেন সন্দেশখালির ভূমিকন্যা তথা বসিরহাট কেন্দ্রে বিজেপির প্রার্থী রেখা পাত্র। তাঁর দাবি, তৃণমূলের গুন্ডারা এখনও বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে। রাজ্য পুলিশের উপর কোনও ভরসা নেই বলে জানিয়ে রেখার বক্তব্য, “সন্দেশখালিতে এখনও যে ভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে, তাতে লোকে ভোটটাই শান্তিতে দিতে পারবে না।” এই পরিস্থিতিতে উচ্চ আদালতের সিবিআই তদন্তের নির্দেশে খানিক স্বস্তিতে বিজেপি প্রার্থী। তিনি বলেন, ‘‘সাধারণ মানুষ এ বার শান্তিতে শ্বাস নিতে পারবেন। আমি চাই, সকলে শান্তিতে থাকুন। ভোটটা যেন বসিরহাট কেন্দ্রের সকলে শান্তি মতো দিতে পারেন।’’

©BANGLE TIMES
  #Rekha_Patra #Sandeskhali