Nojoto: Largest Storytelling Platform

‘বাইডেনের ভিয়েতনাম হবে ইজ়রায়েল’ গত ৭ অক্টোবর ইজ়

‘বাইডেনের ভিয়েতনাম হবে ইজ়রায়েল’

গত ৭ অক্টোবর ইজ়রায়েল-হামাস সংঘাত শুরুর হওয়ার পরেই সরাসরি প্যালেস্টাইনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে হুথিরা অন্যতম।


ইজ়রায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। প্যালেস্টাইনের মুক্তির দাবিতে পথে নামছেন আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তাঁরা। ওই সমস্ত পড়ুয়ার পড়াশোনার ব্যবস্থা তারা করে দেবে বলে বার্তা দিয়েছে হুথি জঙ্গিরা। পড়ুয়া-বিক্ষোভ এবং ভিন্ দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে ভোটের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট। এর মধ্যে প্যালেস্টাইনপন্থীদের পাশে দাঁড়িয়ে সেনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, ‘বাইডেনের ভিয়েতনাম’ হয়ে উঠতে পারে ইজ়রায়েল।

©BANGLE TIMES
  #Biden #Israel