Nojoto: Largest Storytelling Platform

সন্দীপের গ্রেফতারি নৈতিক জয়, তবে বিনীত পদত্যাগ করল

সন্দীপের গ্রেফতারি নৈতিক জয়, তবে বিনীত পদত্যাগ করলেই অবস্থান উঠবে, ঘোষণা জুনিয়র ডাক্তারদের

পদস্থ পুলিশ আধিকারিকেরা চলে গিয়েছেন। সামনে লোহার ব্যারিকেড। সেদিকে তাকিয়ে আন্দোলনরত চিকিৎসকেরা জানিয়ে দিলেন যতক্ষণ না বিনীত গোয়েল পদত্যাগ করছেন, তাঁরা এ ভাবেই অভিযান চালিয়ে যাবেন।


নিজেদের দাবিতে অনড় এবং নাছোড় মনোভাব নিয়েই লালবাজারের কাছে রাত জাগছেন জুনিয়র ডাক্তাররা। এই মুহূর্তে একটাই দাবি কলকাতার পুলিশ কমিশনারের পদত্যাগ। মাঝে বিশাল লোহার ব্যারিকেড। ও পারে পুলিশের বিশাল বাহিনী কিছুটা হাল্কা হয়ে এসেছে। এ পারে কেউ শুয়ে রাস্তায়। কেউ বা পড়ছেন বই। কেউ কেউ দলবদ্ধ ভাবে আলোচনায় ব্যস্ত। জটলাগুলো একত্রিত করলে এ পারের ভিড় এখনও জমজমাট।

©BANGLE TIMES
  #R_G_Kar_Incident