Nojoto: Largest Storytelling Platform

ওয়েনাড়ের ভূমিধসে মৃত ১৬৭, এখনও ১৯১ জন নিখোঁজ, রাত

ওয়েনাড়ের ভূমিধসে মৃত ১৬৭, এখনও ১৯১ জন নিখোঁজ, রাতেও চলছে উদ্ধারকারী দলের কাজ

প্রবল বৃষ্টি এবং প্রাকৃতিক প্রতিকূলতার মধ্যেই সেনাবাহিনীর কর্মী, এনডিআরএফ, কেরলের বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মী, রাষ্ট্রীয় জরুরি পরিষেবার কর্মী এবং স্থানীয় জনগণ উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছেন।

কেরলের ওয়েনাড়ে মঙ্গলবারের ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা ১৬৭ ছুঁল। এঁদের মধ্যে ৭৭ জন পুরুষ, ৬৭ জন মহিলা এবং ২২টি শিশু রয়েছে। নিখোঁজের সংখ্যা ১৯১। বুধবার সন্ধ্যায় ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিখোঁজদের সন্ধান এবং উদ্ধারের কাজ এখনও চলছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।

©BANGLE TIMES
  #Kerala_Landslide