Nojoto: Largest Storytelling Platform

দার্জিলিং, কালিম্পঙে শনিতে নতুন করে ধস! ভারী বৃষ্ট

দার্জিলিং, কালিম্পঙে শনিতে নতুন করে ধস! ভারী বৃষ্টির সতর্কতা, তিস্তার বাঁধ থেকে জল ছাড়ায় আতঙ্ক

শুক্রবার সারা রাত ধরে বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালিম্পংয়ের মেল্লিতে ধস নেমে রাস্তা অবরুদ্ধ। অন্য দিকে, দার্জিলিং জেলার চিত্রেতে নতুন করে ধস নেমেছে।

ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। গত দু’দিন ধরে টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তিস্তার। সিকিমেও ভারী বর্ষণ চলছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। দু’দিনের ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা-সহ অন্যান্য নদী। তাই নিচু এলাকা এবং নদীপারের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। মাইকেও প্রচার চালানো হচ্ছে।

©BANGLE TIMES #LandSlide_In_North_Bengal
দার্জিলিং, কালিম্পঙে শনিতে নতুন করে ধস! ভারী বৃষ্টির সতর্কতা, তিস্তার বাঁধ থেকে জল ছাড়ায় আতঙ্ক

শুক্রবার সারা রাত ধরে বৃষ্টির কারণে পাহাড়ের একাধিক জায়গায় নতুন করে ধস নামে। কালিম্পংয়ের মেল্লিতে ধস নেমে রাস্তা অবরুদ্ধ। অন্য দিকে, দার্জিলিং জেলার চিত্রেতে নতুন করে ধস নেমেছে।

ধস আর বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল। গত দু’দিন ধরে টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে তিস্তার। সিকিমেও ভারী বর্ষণ চলছে। ফলে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। দু’দিনের ভারী বর্ষায় ফুঁসছে তিস্তা-সহ অন্যান্য নদী। তাই নিচু এলাকা এবং নদীপারের বাসিন্দাদের আগে থেকেই সতর্ক করা হচ্ছে প্রশাসনের তরফে। মাইকেও প্রচার চালানো হচ্ছে।

©BANGLE TIMES #LandSlide_In_North_Bengal
bangletimes2800

BANGLE TIMES

New Creator