Nojoto: Largest Storytelling Platform

মহঃ সামিন ( হায় তারা অশহায

মহঃ সামিন  
                     ( হায় তারা অশহায় )
  
একদিন সকালে ঘুম থেকে উঠিয়া আমি দেখিনু
আমার চারিদিকে কুয়াশায় ভরা।
আরো দেখিনু চারিদিকের সবুজ গাছ-পালা, আর তাহার পাতা থেকে ঝরিয়াছে ছোট্ট ছোট্ট জল কনা।
আরো শুনি চারিদিকে পাখি দের কলরব।
আবারও শুনি কিছু অশ্রু ঝরা কান্নার আওয়াজ,
তাহা শুনিয়া আমি সকালের শিশির ভেজা তৃণ মাড়াইয়া ছুটিয়া গিয়াছি সেখানে ।
গিয়া দেখিনু দরজার সামনে শুয়ে আছে- আমাদেরপাশের বাড়ির রুমা ।
হায়! সেজে নিস্তব্ধ তাহার উপরে শুপে দেওয়া হয়েছে একটি মাত্র সাদা থান।
আর তাহার চারিদিকে কলরব করিয়াছে তাহার ছোট্ট ছোট্ট ভাই,বোন  আর গাঁয়ের আত্মিয়- স্বজন।
কিছু সময় পর তাহাকে দাফন করিয়া ঘরে ফিরিয়াছে তাহার আত্মিয় স্বজন, ও ছোট্ট ছোট্ট ভাই বোন।
হায় এখন যে তারা অসহায় ! 
যাদের নেই বাবা, নেই মা ছিল একটি মাত্র দিদি।
সেটাও হারিয়েছে তারা।
এখন তারা যে অশহায় তাদের শান্তনা দেওয়ার মতো আজ  তাদের পাশে আর -
কেউ নাই ।
তারা অনাথ , তারা আশহায় তাদের মাথায় উপর নেইকো ছাদ । কোনো রকমে বেঁচে থাকার জন্য রয়েছে একটি মাত্র ভাঙা জীর্ণ কুঠির ।
সেখানে থেকেই তারা দুঃখে, কষ্টে , ও বেদনার সাথে দীন জাপন করে ও রাতের চাঁদ ও ঊষার রবি উপভোগ করে।
    হায় তারা আশহায়। Samin Molla
মহঃ সামিন  
                     ( হায় তারা অশহায় )
  
একদিন সকালে ঘুম থেকে উঠিয়া আমি দেখিনু
আমার চারিদিকে কুয়াশায় ভরা।
আরো দেখিনু চারিদিকের সবুজ গাছ-পালা, আর তাহার পাতা থেকে ঝরিয়াছে ছোট্ট ছোট্ট জল কনা।
আরো শুনি চারিদিকে পাখি দের কলরব।
আবারও শুনি কিছু অশ্রু ঝরা কান্নার আওয়াজ,
তাহা শুনিয়া আমি সকালের শিশির ভেজা তৃণ মাড়াইয়া ছুটিয়া গিয়াছি সেখানে ।
গিয়া দেখিনু দরজার সামনে শুয়ে আছে- আমাদেরপাশের বাড়ির রুমা ।
হায়! সেজে নিস্তব্ধ তাহার উপরে শুপে দেওয়া হয়েছে একটি মাত্র সাদা থান।
আর তাহার চারিদিকে কলরব করিয়াছে তাহার ছোট্ট ছোট্ট ভাই,বোন  আর গাঁয়ের আত্মিয়- স্বজন।
কিছু সময় পর তাহাকে দাফন করিয়া ঘরে ফিরিয়াছে তাহার আত্মিয় স্বজন, ও ছোট্ট ছোট্ট ভাই বোন।
হায় এখন যে তারা অসহায় ! 
যাদের নেই বাবা, নেই মা ছিল একটি মাত্র দিদি।
সেটাও হারিয়েছে তারা।
এখন তারা যে অশহায় তাদের শান্তনা দেওয়ার মতো আজ  তাদের পাশে আর -
কেউ নাই ।
তারা অনাথ , তারা আশহায় তাদের মাথায় উপর নেইকো ছাদ । কোনো রকমে বেঁচে থাকার জন্য রয়েছে একটি মাত্র ভাঙা জীর্ণ কুঠির ।
সেখানে থেকেই তারা দুঃখে, কষ্টে , ও বেদনার সাথে দীন জাপন করে ও রাতের চাঁদ ও ঊষার রবি উপভোগ করে।
    হায় তারা আশহায়। Samin Molla
saminmolla5336

Samin Molla

New Creator