‘কেন্দ্রীয় হাসপাতালের এ কী হাল?’ জয়নগর-কাণ্ডে স্বাস্থ্য মন্ত্রককে ভর্ৎসনা হাই কোর্টের, দিল সময়সীমাও হাই কোর্টের প্রশ্ন, একটা ময়নাতদন্ত করার মতো পরিকাঠামো যেখানে নেই, সেই কেন্দ্রীয় হাসপাতালে মানুষের কী লাভ হচ্ছে? কেন এ রাজ্যের মানুষকে চিকিৎসার জন্য দক্ষিণ ভারত ছুটে যেতে হয়? দিল্লি এমস না-হোক, হৃষীকেশ এমসের মতো তো পরিকাঠামো তৈরি করতে পারেন! ঠিক এই ভাবেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। কেন নদিয়ার কল্যাণী এমসে ময়নাতদন্ত করার মতোও পরিকাঠামো নেই, মঙ্গলবার তা নিয়ে প্রশ্ন তুললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে শুধু ভর্ৎসনাই নয়, রাজ্যের সংশ্লিষ্ট কেন্দ্রীয় হাসপাতালের পরিকাঠামো তৈরির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে সময়সীমাও দিল উচ্চ আদালত। ©BANGLE TIMES #Central_Hospital