Nojoto: Largest Storytelling Platform
nibeditamalakar9419
  • 16Stories
  • 114Followers
  • 184Love
    658Views

Nibedita Malakar

  • Popular
  • Latest
  • Video
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

আজ হারিয়ে মন
জানা অজানার ভিড়ে, আজ হারিয়ে মন
নেই কোন চিন্তা, নেই কোন টান
শান্ত এ মধুমাখা প্রকৃতির কোলে
আজ হারিয়ে মন।

আজ হারিয়ে পাখির গুঞ্জনে
মৌমাছির ডাকে, ফুলের সুগন্ধে
ময়ূরের নৃত্যের তালে তালে
আজ হারিয়ে মন।

সু,,, সু,, শব্দে ঝর্নার জলে
মাছরাঙার রঙিন পাখার রঙে
ক্লান্তহীন নদীর স্রোতের বেগে
আজ হারিয়ে মন।

আজ হারিয়ে আমার মন
নাচছে কেবল, গাইছে কেবল
নতুন রঙে মাতাল হয়ে
আজ হারিয়ে গেছে আমার মন।

পুব আকাশে সূর্যোদয়, রং মাখানো গোধূলিতে
আজ আমার মন হারিয়ে।
আজ আমার মন হারিয়ে
দিগ দিগন্ত পেরিয়ে, রঙিন আকাশ ছাড়িয়ে।

_নিবেদিতা মালাকার
29/08/19

©Nibedita Malakar #কবিতা #poem #Poetry #Bengali 
#patience

#কবিতা poem Poetry Bengali patience

c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

আমার মা

মা আমার ভারী মিষ্টি
 এ যেন এক মহান সৃষ্টি।
 কাজে কম্মে দশভূজা
 উফ্ রান্নাটা দারুন মজা।
 রূপে গুণে লক্ষ্মীমা যে
 হারে আমার মায়ের কাছে।
 আমার মায়ের মিষ্টি হাসি
 আমি যে বড্ড ভালোবাসি।
 আমার মায়ের আঁচল তলে
 সব দুঃখ যায় ভুলে।
 আমার মা সবার সেরা 
 বুক তাঁর স্নেহে ভরা।
 আমার মা ভারী মিষ্টি
 জগৎ আমার তাঁর সৃষ্টি।
 ধন্য আমি ধন্য মাগো
 জন্মে তোমার কোলে,
 সার্থক জন্ম আমার
 যদি মরিও তোমার পদতলে।
 
                   _নিবেদিতা মালাকার

©Nibedita Malakar #Stars
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও
দিন মধ্যাহ্নে রুদ্রে পুড়ে কোথায় ছুটে যাও।
বিকেল বেলা খেলতে হবে মাঠ খুঁজতে যাই
যেখানেতে খেলবো আমরা নিষেধ মানা নাই।
আগের মাঠে কল বসেছে খেলতে সেথায় মানা
তাই তো এবার ছুটছি সঙ্গে নিয়ে ছানা পোনা।।

©Nibedita Malakar #Bengali #poem #Childhood #Memories #of #everybody 

#jharokha
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও
দিন মধ্যাহ্নে রুদ্রে পুড়ে কোথায় ছুটে যাও।
বিকেল বেলা খেলতে হবে মাঠ খুঁজতে যাই
যেখানেতে খেলবো আমরা নিষেধ মানা নাই।
আগের মাঠে কল বসেছে খেলতে সেথায় মানা
তাই তো এবার ছুটছি সঙ্গে নিয়ে ছানা পোনা।।

©Nibedita Malakar #Bengali #poem #Childhood #Memories 

#jharokha
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

#nojoto #poetry #love #writersofinstagram #poetrycommunity  #nojotoapp  #quoteoftheday #Quote  #wordporn #Stories #

Second most liked 
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

jo pith piche gaaliya dete hain
thanks to all of you
tum logo ne sikha diya ki dharti me 
kese kese log pal te hain

nibedita #darkness
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

success

I dream that success is coming towards me
 I am stepping into the land of success.
 But I stumbled and fell, still speaking
 Take me to your country, and only four feet
 He says it's too late, in fact you go first
 Suddenly, I woke up and saw that I was still there
 In the room of the four walls of that broken clay.
 One day I will see that dream again
 I will cross the country with that desire that day.
 I will know your country, I will win
 I will build a new identity in your country.


 Nivedita Malakar #Love
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

স্বপ্নে দেখি সফলতা আমার দিকে আসছে ধেয়ে
পা বাড়িয়ে যাচ্ছি সেই সফলতার দেশে।
কিন্তু হোচট খেয়ে পড়ে গেছি, তবু্ও বলছি
নিয়ে যাও আমায় তোমার দেশে, আর তো মাত্র চার পা
সে বলে, অনেক দেরি, বাস্তবে আগে তুই যা
হঠাৎ,,, আমার ঘুম ভাঙ্গলো চেয়ে দেখি আছি রয়ে
সেই ভাঙ্গা মাটির চার দেওয়ালটির ঘরে।
রোজ আবার সেই স্বপ্ন দেখি যাবো বলে একদিন
আকাঙ্ক্ষা টি সঙ্গে নিয়ে পাড়ি দেবো দেশে সেদিন।
জানব তোমার দেশকে আমি, করবো জয়
তোমারই দেশে আমি গড়বো নতুন পরিচয়।


নিবেদিতা মালাকার #message
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

বৃষ্টি

একফোঁটা জলবিন্দু আমি
করবোনা সাগর অতল।
সবাই মিলে আসি যদি 
যাবে মহাসাগর ও জলতল। ।
একা আসলে পারবোনা ঝরতে ফুলে ফলে
ঝড়াতেই সূর্য তাপে শুকিয়ে যাব নিমেষে।
দল বেঁধে আসলে আবার আমরা মহাশক্তি
 শুদ্ধ জলের শুদ্ধ ধারায় জিবন পায় মুক্তি।।
আমরা আবার বালিকা রমনীদের সঙ্গে করি মজা
সে জন্যে আমরা কেউ পাই নাকো সাজা।
একই সঙ্গে আমরা হই ভয়ংকর
যুদ্ধ মহাযুদ্ধ কেও মানতে হয় পরাজয়। ।


নিবেদিতা মালাকার #rain
c1a8fcd5b1d5d5fab54016a9dc66df3e

Nibedita Malakar

The world has changed

 The world has changed ,,,,,
  People who have traveled around the country and abroad
 Today he is a prisoner in his own house.

 The world has changed ,,,,,
 So today it is raining in summer, autumn is appearing in the rainy season
 And in autumn the river floods.

 The world has changed ,,,,,
 So the wilds are roaming outside
  And the civilized people are stuck in the house for fear of death.

 The world has changed ,,,,,
 That the world was calm despite enduring so much oppression
 Today he has lost his patience and taken a life-threatening form
 Today the world has really changed.

 Nivedita Malakar
 23/05/2020 #twilight #Pr #poem #Poetry #you #Quote
loader
Home
Explore
Events
Notification
Profile