Find the Latest Status about sheikh from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, sheikh.
BANGLE TIMES
হাসিনাকে হাতে চায় ঢাকা! ইন্টারপোলে ‘রেড কর্নার নোটিস’ জারি করার কথাও ভাবছে ইউনূসের সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর কথা ভাবছে অন্তর্বর্তী সরকার। এর জন্য ইন্টারপোলের মাধ্যমে দ্রুত ‘রেড কর্নার নোটিস’ জারি করা হবে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে ঢাকায় ফেরানোর জন্য ইন্টারপোলের দ্বারস্থ হওয়ার ভাবনাচিন্তা করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রবিবার এ কথা জানিয়েছেন সে দেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী হাসিনার নাম সরাসরি উল্লেখ করেননি মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা। তবে জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময়ের পরিস্থিতির কথা উল্লেখ করেছেন আসিফ। তিনি বলেন, “জুলাই-অগস্ট মাসে গণহত্যা চালিয়ে যাঁরা পালিয়ে আছেন, তাঁদের ধরার জন্য আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিস জারি করতে যাচ্ছি। এটি খুব দ্রুত হবে। তাঁরা যেখানেই থাকুন না কেন, আমরা তাঁদের গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসার জন্য সর্বোচ্চ পদক্ষেপ করব।” ©BANGLE TIMES #Sheikh_Hasina
BANGLE TIMES
‘মানবতাবিরোধী অপরাধে জড়িত’, হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের! কোটা সংস্কার আন্দোলনপর্বে ‘গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ’-এর অভিযোগে দায়ের হওয়া দু’টি মামলার প্রেক্ষিতে হাসিনার বিরুদ্ধে এই পদক্ষেপ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদের-সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)। ১৮ নভেম্বরের মধ্যে হাসিনা-সহ সব অভিযুক্তকে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করানোর নির্দেশ দেওয়া হয়েছে তদন্তকারী সংস্থাকে। ©BANGLE TIMES #Sheikh_Hasina
BANGLE TIMES
আর বিশেষ নিরাপত্তা পাবেন না শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর পরিবার, অধ্যাদেশ জারি বাংলাদেশে অন্তর্বর্তী সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, পূর্বতন শেখ হাসিনার সরকার একটি বিশেষ আইন জারি করেছিল। ২০১৫ সালে এই আইন মেনে বিশেষ নিরাপত্তা দেওয়ার গেজেট জারি করা হয়। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের আর দেওয়া হবে না বিশেষ নিরাপত্তা। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করল সে দেশের অন্তর্বর্তী সরকার। সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ‘জাতির পিতার পরিবার-সদস্যগণের নিরাপত্তা (বন্ধ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ায় অনুমোদন দিয়েছে। ©BANGLE TIMES #Sheikh_Hasina
BANGLE TIMES
শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ নেতাদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল! এ বার কেন সংশয় ভারতে থাকা নিয়ে? ভারত-বাংলাদেশ সমঝোতা অনুযায়ী, কূটনৈতিক (ডিপ্লোম্যাটিক) বা সরকারি (অফিশিয়াল) পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনও নাগরিক অন্তত ৪৫ দিন কোনও ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর মন্ত্রিসভার সব সদস্য এবং জাতীয় সংসদের প্রাক্তন সাংসদদের কূটনৈতিক পাসপোর্ট বাতিল করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর ফলে নয়াদিল্লি-ঢাকা সমঝোতা অনুযায়ী হাসিনা এবং দেশত্যাগী অন্য আওয়ামী লীগ নেতাদের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ©BANGLE TIMES #Sheikh_Hasina #International_Passport_Cancelled
BANGLE TIMES
ব্রিটেনে স্বাগত নন হাসিনা, অস্বস্তিতে বোনঝি টিউলিপ ব্রিটেনে কমপক্ষে ৭০ হাজার বাংলাদেশির বাস। তাঁদের অধিকাংশই হাসিনা-বিরোধী। অনেকে আবার হাসিনার প্রতিপক্ষ খালেদা জিয়ার সমর্থক। দেশ ছেড়ে পালানোর পর আপাতত ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোনা যাচ্ছিল, ভবিষ্যতে ভারত থেকে ব্রিটেনে পাড়ি দেবেন তিনি। বোন রেহানার বাড়ি রয়েছে লন্ডনে। ভবিষ্যতে সেখানেই পাকাপাকি ভাবে থাকবেন। কিন্তু ব্রিটেনে আশ্রয় দিতে রাজি নয় এ দেশের রাজনৈতিক মহলের একাংশ। বাংলাদেশি বংশোদ্ভূত লেবার এমপি রূপা হক স্পষ্টই জানিয়ে দিয়েছেন, ব্রিটেন সরকারের উচিত নয় হাসিনাকে আশ্রয় দেওয়া। বিদেশমন্ত্রী ডেভিড ল্যামির মুখেও একই সুর। ©BANGLE TIMES #Sheikh_Hasina