Find the Latest Status about israel from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, israel.
BANGLE TIMES
ইজ়রায়েলি হামলার জবাব! ২০০-র বেশি রকেট তেল আভিভে ছুড়ল হিজ়বুল্লা, ধ্বংস অনেক ঘরবাড়ি শনিবার লেবাননের রাজধানী বেরুটে হিজ়বুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল। তাতে ২৯ জনের মৃত্যু হয় বলে খবর। রবিবার ইজ়রায়েলে পাল্টা হামলা চালাল হিজ়বুল্লা। লেবাননে ইজ়রায়েলের হামলার এক দিন পরেই প্রতিশোধ নিল সেখানকার সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা। ইজ়রায়েলের রাজধানী তেল আভিভকে লক্ষ্য করে পর পর রকেট বর্ষণ করল তারা। সে সব রকেটের কিছু ইজ়রায়েল নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশপথেই ঠেকাতে পেরেছে। কিন্তু অনেক রকেট আছড়ে পড়েছে রাজধানীর মাটিতে। একাধিক ঘরবাড়ি গুঁড়িয়ে গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের সেনাবাহিনীর পরিসংখ্যান অনুযায়ী, রবিবার লেবাননের দিক থেকে অন্তত ২৪০টি রকেট ছোড়া হয়েছে তেল আভিভকে লক্ষ্য করে। ©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
BANGLE TIMES
ইজ়রায়েলের নিশানায় এ বার লেবাননে মোতায়েন রাষ্ট্রপুঞ্জের শান্তিসেনা! সাফাই ‘অসাবধানতার’ এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও। হামাসের বিরুদ্ধে অভিযানের যুক্তি দিয়ে গাজ়া ভূখণ্ডে সাধারণ প্যালেস্টাইনি নাগরিকদের নিধন চলছে গত এক বছর ধরেই। এক মাস ধরে সশস্ত্র শিয়া সংগঠন হিজ়বুল্লাকে দমনের নামে লেবাননের সাধারণ নাগরিকদের উপর বোমা, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইজ়রায়েলি ফৌজ। এ বার লেবাননে তাদের নিশানা হল রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনীও। ©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict
Manavazhagan
👉 Don't like World War 3, 👉 You Love peace 👉 Follow our S Force 👉Click here👇 https://youtube.com/shorts/voWqgi5si2Y #israeliranwar UkraineR
read moreBANGLE TIMES
নিহত নাসরাল্লার ডেপুটি কাশেম প্রকাশ্যে এলেন, হিজ়বুল্লার নেতা কী বার্তা দিলেন ইজ়রায়েলকে? রবিবার পশ্চিম এশিয়ার কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইজ়রায়েলি হানায় হিজ়বুল্লার শীর্ষ নেতা হাসান নাসরাল্লা নিহত হওয়ার পরে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন তুতোভাই হাশেম সাফি আল দিন। হাসান নাসরাল্লা নিহত হলেও ইজ়রায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে হিজ়বুল্লা। সোমবার এই ঘোষণা করলেন লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠীর অন্যতম শীর্ষনেতা নঈম কাশেম। সেই সঙ্গে লেবাননে জুড়ে ইজ়রায়েলের ধারাবাহিক হামলার মধ্যেই প্রথম বার প্রকাশ্যে এসে তিনি বললেন, ‘‘আমরা পদ্ধতি মেনেই নতুন নেতা নির্বাচন করব।’’ ©BANGLE TIMES #Israel_Hezbollah_Conflict