Find the Latest Status about mountain shadow resort from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, mountain shadow resort.
MOSHARAF HOSSAIN MONDAL
White ডুয়ার্স পাহাড়ের বুক চিরে ভেসে আসা ঠান্ডা হাওয়ার ছোঁয়া যেন মনটাকে ভরিয়ে তোলে। এক ভোরের আলো ফুটেছে, মেঘেরা পাহাড়ের ঢালুতে এসে থমকে দাঁড়িয়েছে, আর আমি দাঁড়িয়ে আছি সেই পাহাড়চূড়ায়, যেখানে নীরবতার ছায়া দীর্ঘ। আমার চারপাশে শুধু আকাশ আর পাহাড়ের অমোঘ রূপের সেই অবিচ্ছেদ্য মিলন। সেই স্থানে দাঁড়িয়ে থাকা মানে যেন সময়ের থেমে যাওয়া, শব্দেরও থেমে যাওয়া। সান্তালি প্রকৃতি, যেন এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে প্রতিটি গাছের ছায়া, পাতার খেলা, আর পাখির ডাক এক রঙিন স্বপ্নের মতো সাজানো। হাত বাড়ালেই যেন মেঘেরা কাছে এসে ছুঁয়ে দেবে, আর কানে ভেসে আসবে সেই অজানা, চিরন্তন সুরের স্রোত। এমন অনুভূতির মাঝে, একাকীত্বের মধ্যেও যেন আমি পূর্ণ। মনে হলো যেন আমি সেই পাহাড়ের প্রাচীন ইতিহাসের অংশ। আমার অস্তিত্ব যেন পাহাড়ের স্তরে স্তরে গেঁথে গেছে। শান্তি আর শুদ্ধতার এক মায়াবী আচ্ছাদনে মোড়া, এই পাহাড়ের কোলে দাঁড়িয়ে সময়কে হারিয়ে যেতে ইচ্ছে করে। এখানকার প্রতিটি শ্বাসে এক অন্যরকম মুক্তির স্বাদ মেলে, যা শব্দ দিয়ে বোঝানো অসম্ভব। আমি একাই ছিলাম, কিন্তু অনুভব করলাম যেন আমার চারপাশে প্রকৃতির প্রতিটি কণা আমাকে আগলে রেখেছে। সেই মুহূর্তের সৌন্দর্য, সেই সান্তালি অনুভূতি, তা যেন একটা গানের মতো, এক মধুর গুঞ্জন। আবারো সেখানে ফিরে যেতে ইচ্ছে হয়, আবারো সেই মুহূর্তের রূপে ডুব দিতে মন আকুল হয়। পাহাড়ের প্রতিটি শীতল হাওয়া, মেঘের ছোঁয়া, আর গাছের ঝিলমিল ছায়ায় যেন আমাকে আঁকড়ে ধরেছে এক অপার্থিব আলিঙ্গন। এই নীরব প্রকৃতি যেন আমাকে তার আত্মায় মিশিয়ে নিয়েছে, আমার প্র।তিটি শ্বাসে তার গোপন প্রেমের ছোঁয়া, তার চিরন্তন শান্তির আমন্ত্রণ। সেই মুহূর্তের সৌন্দর্য আমাকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হলো, একবার ছুঁয়ে ফেলেছি চিরন্তন কিছু। চোখ বন্ধ করলেই সেই দৃশ্য ভেসে ওঠে, সেই সুর, সেই শীতলতা; যেন পাহাড়ের বুকে আমি সুরের এক স্রোতে ভেসে চলেছি। এই অনুভূতি ছেড়ে কি ফিরে আসা যায়? আমার মনে হলো, এটাই চূড়ান্ত তৃপ্তি, এটাই শান্তি—যেখানে শব্দ নেই, স্পর্শ নেই, কেবল এক অব্যক্ত প্রেমের অজানা স্রোতে আমি তলিয়ে যাচ্ছি। ©MOSHARAF HOSSAIN MONDAL #mountain #ডুয়ার্স ।
#mountain #ডুয়ার্স ।
read moreराधे राधे
White हम पीछे मुड़कर नहीं देखते अपने जाते हुए किसी मित्र को प्रेम तो अटूट होता है पर उनसे डर लगता है मुझे कही मुझसे कुछ छूट न जाए कही आंसू की धारा बह न जाए क्योंकि बह जाने के बाद सब कठोर पत्थर की तरह हो जाते हैं जैसे नदिया के बह जाने से पहाड़ चट्टान बन जाते है कठोर हो जाते है हमें बदलना नहीं है मनुष्य को निर्मल और सरल होना चाहिए।। ©राधे राधे #mountain #Quote
gopi kiran
Misfortune is like a shadow of our hope keep smiling ©gopi kiran #Shadow
सूरज कोठारी'देव'
White सैलानियों के लिए पहाड़ बहुत काम्य हैं, पहाड़ पर रहने वालों का जीवन पहाड़-सा मुश्किल है। ©सूरज कोठारी'देव' #mountain
Schizology
The shadow I follow you, where ever you go Nothing you do is out of my sight Silently, I wait to give you a fright I am your shadow, I am your disease Nothing you do is out of my sight I will not leave, until day turns to night I see every move, I see every reaction Nothing you do is out of my sight When I surprise, you will take flight When you wake, and where you go When you look, I will always know You will become scared, and it shows You can not hide, I am your nightmare Don't try and run, I will always be there Just remember, to say your prayers ©Schizology The shadow #Shadow #poem✍🧡🧡💛 poetry in english
The shadow #Shadow poem✍🧡🧡💛 poetry in english
read moreError
बारिश के बाद छप्पर से टपकती बूंदे क्या लगता है ! इश्क का एहसास सिर्फ इंसान को होता है महसूस करो इन बूंदों को दर्द इन्हे भी होता है ©Error #Shadow