Find the Latest Status about bengali prem amar from top creators only on Nojoto App. Also find trending photos & videos.
Ajay Chaurasiya
हार जायेंगे एक दिन सभी, ये समाज, ये रीतियां, तुम, हम और सब, और प्रेम जीत जाएगा..... ©Ajay Chaurasiya #Prem
मलंग
White "चेहरों के लिए आईने कुर्बान किये हैं., इस शौक में अपने बड़े नुकसान किये हैं"... महफ़िल में मुझे गालियां देकर है बहोत खुश., जिस शख्स पे मैंने बड़े बड़े एहसान किये हैं"...💔😌 ©मलंग #prem
चाँदनी
White तुम धधकते रहो मेरे हृदय मे ताकि ये उल्फ़त लिए जमाना समझ सके की पृथ्वी मे गति है वरना लाश पर लगा एकीकरण का नियम ब्रम्हांड को भी गतिहीन कर देता है चांदनी 🌙 ©चाँदनी #Prem
चाँदनी
White प्रेम मे इतना धर्य रखना की कभी बद्दुआ ना देना एक दिव्यता हमारे अंदर भी घूमता रहता है उसे बस प्रेम पता है वो साँसों का छोड़ पकड़ कर सब भाप लेता है पर क्रूरता जो कुहक तक को भेद के निकाल दे वो निरर्थक नही जाता सोचना! दुआ और बद्दुआ इंसानों के द्वारा रचा गया ढकोसलापन है प्रेम ! तुम्हारे आरंभ से तुम्हारे अंत तक की यात्रा.... ©चाँदनी #Prem
Subrat
White কেনো তুমি এত পাশে মন যে বোঝে না কে আর আছে তোমার মাঝে হৃদয় বোঝেনা, স্বপ্ন আছে অনেক চোখে তাও মানে না, আর কি আছে হৃদয় মাঝে কেনো bujhba na ©Subrat #GoodMorning #Bengali
Ananta Dasgupta
সাল- ২০৩০ অমিত নিজের গাড়ি থেকে নেমে এগিয়ে গেল বারের দিকে। মোবাইল চেক করে দেখল, পাখির ১২ খানা কল। পাখির সাথে ওর রিলেশনশিপ খুব টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আর এক তুমুল ঝগড়া থেকে এখুনি অমিত আসল। পাখি কে কল না করে অমিত ঘরে ফোন লাগাল --"বাবা, আজ আমি বাড়ি আসব না। ফ্ল্যাটে রিতেশ কে ডেকেছি, ওখানেই থাকবো।" বলে ফোন রেখে দিল। বারে ঢুকতেই অমিত তাল দেয়া শুরু করল আর হালকা ভাবে বসল ড্রিঙ্কস কাউন্টরের সামনে। ওয়েটার অমিত কে চিন্ত তাই অমিত কে আলাদা করে কিছু বলতে হয়েনি। ২ পেগ খাওয়ার পরে অমিত দেখে ওর মোবাইলে পাখির কল। অনিচ্ছাকৃত ফোন তুলল। --"অরে কি হয়েছে? কেন বার বার ফোন করে ডিস্টার্ব করছ? বুঝতে পারছ না আমি কথা বলতে ইনট্রেসটেড নই?"....... "ভালো হয়েছে জেনে গেছো, চোখ খুলে গেছে।".... " আমার লাইফ, আমি যা পারি করি।" অমিত বলে ফোন কেটে দিয়ে রাগের মাথায় মোবাইল অফ করে দিল। গ্লাসের নিচে কিছু টাকা রেখে ওয়েটার কে ইশারা করল। বেড়িয়ে গিয়ে সিগারেট ধরিয়ে দাড়িয়েছে তখন ওর নজর পড়ল সামনে থেকে আসা এক মেয়ের ওপরে। মেয়েটা দেখতে অপুর্ব সুন্দর আর সবচেয়ে ভালো সুযোগ কি ওর সাথে কেউ নেই। অমিতের সামনে থেকে যখন মেয়েটা গেল তখন অমিত ওর গন্ধ পেল। অমিত সিগারেট শেষ করে আবার বারে ঢুকল। দেখল মেয়েটা একটা টেবিলে একা বসে। অনেক ছেলেদের নজর গেছে ওর দিকে কিন্তু কেউ সাহস করে ওর কাছে যাচ্ছে না। অমিত একটা আলাদা জায়গায় গিয়ে বসল যেখান থেকে ও মেয়েটাকে মুখোমুখি দেখতে পারবে। মেয়েটা উঠে ডান্স ফ্লোরে গেল আর গানের ওপর নাচ শুরু করল। দেখে বোঝা যাচ্ছে নেশা ধরে গেছে। সুযোগ দেখে অনেক ছেলে ওর আশপাশে ঘিরে নাচ্ছে। অমিত আর ওদিকে তাকাল না। নিজের ড্রিঙ্কস নিয়ে বসে রইল। --"কোনো অচেনা মেয়ের জন্য কাউকে প্রথম বার জেলাস হতে দেখলাম।" একটা অচেনা আওয়াজ পেয়ে অমিত ঘুড়ল। পিছনে সেই মেয়েটা দাড়িয়ে। --"তোমার কেনো এমন মনে হল, মিস?" --"তৃষ্ণা।" নাম বলে সামনে এসে বসল অমিতের। অমিত এবার ওর থেকে চোখ ফেরাতে পারছে না। --"এই দেখো। যে এখানে আসা থেকে নিয়ে এখনও পর্যন্ত আমার থেকে নজর এড়াতে পারছে না, সেই অমিত রায় আবার জিজ্ঞাসা করছে।" বলে হালকা হাঁসি দিল --"তুমি আমাকে চেনো!" তৃষ্ণা এইটা শুনে অমিতের একদম সামনে নিজের মুখটা নিয়ে গিয়ে বলল --"এই চেহারা ভুলে যাওয়ার মত নয়।" কথা শেষ করে তৃষ্ণা হালকা করে নিজের ঠোঁট অমিতের গালের পাশে রাখল আর সরে আসল। অমিত উঠল আর তৃষ্ণার হাত ধরে নিয়ে গেলো বারের এক কোনায়। হঠাৎ করে তৃষ্ণা কে দেওয়ালে ঠেলে দিয়ে ওকে গাঢ় চুমু খেল অমিত। তৃষ্ণা নিজের দুটো হাত অমিতের কাঁধে রেখে ওকে আরও কাছে টানল। অমিত তৃষ্ণার উপরের ঠোঁটে চুমু দিচ্ছিল আর তৃষ্ণা অমিতের নিচের ঠোঁট আস্তে আস্তে চুষছে। ©Ananta Dasgupta #story #Bengali #revenge
Hasnayen Ornil
White আমি ভালোবেসে হারিনি, হেরেছি আমার স্বপ্নের কাছে, আমি কখনো হারিয়ে গেলে, কেউ রাখবেনা আমায় স্মৃতির ভাজে, আমি হেরেছি বারে বার, হেরেছি নিজের অস্তিত্ব কে নিয়ে, তোমরা চলে গেছো আমায় ভালোবাসার স্বপ্ন দিয়ে। ©Hasnayen Ornil আমার আক্ষেপ #bengali #Poetry #writer #Poet #Kolkata #bengali #Kobita #poem #SAD #Feeling