Find the Best Heat_Weaves Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutheat and run law in hindi, beat the heat quotes, heat zones of the earth, signs and symptoms of heat stroke, lose the heat 3,
BANGLE TIMES
দক্ষিণের সাত জেলায় তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা, কত দিন থাকবে দহন? কী বলছে আলিপুর? সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। বৈশাখ মাস এখন মধ্য পর্যায়ে। কালবৈশাখী তো দূরের কথা, ছিটেফোঁটা বৃষ্টির জন্যও অপেক্ষায় দিন গুনছেন রাজ্যবাসী। সকাল হতেই গরম হাওয়ার দাপট এবং তাপপ্রবাহের তীব্র দহন। স্বস্তি পেতে যে এখনও দেরি রয়েছে, তেমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহেও তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পাচ্ছে না দক্ষিণের জেলাগুলি। বিশেষত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় তীব্র তাপপ্রবাহের কারণে সোমবার থেকে বুধবার পর্যন্ত লাল সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণের অন্য জেলাগুলিতেও সোমবার থেকে তাপপ্রবাহের জন্য জারি করা হয়েছে কমলা সতর্কতা। ©BANGLE TIMES #Heat_Weaves
BANGLE TIMES
দক্ষিণে চলবে দহনজ্বালা! পানাগড়কে টেক্কা দিল বাঁকুড়া, তীব্র তাপপ্রবাহে পুড়ল ব্যারাকপুরও রবিবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা অবশ্য কিছুটা কমেছে। তবে প্রথম স্থানের দাবিদার পানাগড় নয়, পশ্চিম বর্ধমানের এই শহরকে হারিয়ে দিয়েছে রাঢ়বঙ্গের আর এক শহর বাঁকুড়া। রবিবারের তাপে দিনভর পুড়ল দক্ষিণবঙ্গ। সকাল থেকেই কাঠফাটা রোদ্দুর। ছুটির দিনে গৃহবন্দিই ছিলেন মানুষ। দুপুরে তাপ বাড়তেই অস্বস্তিও বাড়ল। নিতান্তই নিরুপায় হয়ে যাঁরা রাস্তায় বেরিয়েছিলেন, তাঁদের অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়লেন। পরে আবহাওয়া দফতরের তাপমাত্রার বুলেটিনে দেখা গেল রাজ্য জুড়ে ১৫টি তাপ মাপন কেন্দ্রে পারদ তাপপ্রবাহের সূচক ছাড়িয়েছে। শুধু তা-ই নয়, রবিবার রাজ্যে দু’টি জায়গার তাপমাত্রা স্বাভাবিকের সীমা থেকে ছাড়িয়ে গিয়েছে ৭ ডিগ্রিরও বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সাত দিন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে দক্ষিণবঙ্গে। তবে সোমবার এবং মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দু’একটি জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু’দিনে তাপমাত্রাও দেড় থেকে দুই ডিগ্রি কমতে পারে। তবে গরমের অস্বস্তি বহাল থাকবে গোটা দক্ষিণবঙ্গেই। এখনই তা থেকে মুক্তির সম্ভাবনা নেই। ©BANGLE TIMES #Heat_Weaves
BANGLE TIMES
দক্ষিণের আট জেলায় তাপপ্রবাহের সতর্কতা, আরও বাড়তে পারে তাপমাত্রা, দহন থাকবে কত দিন? শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। চাঁদিফাটা গরমে বিধ্বস্ত দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা। শুক্রবার দক্ষিণবঙ্গের আটটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার পর্যন্ত সারা দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলেও জানিয়েছে হাওয়া অফিস। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের অন্যান্য জেলায়ও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ©BANGLE TIMES #Heat_Weaves
BANGLE TIMES
মেদিনীপুর ৪২, জয়সলমের ৩৬! গরমে রাজস্থানকে হার মানাচ্ছে বাংলা, তাপপ্রবাহ কত দিন? জানাল আলিপুর গত ক’দিন পানাগড়ে দিনের তাপমাত্রা রাজ্যের মধ্যে সব থেকে বেশি ছিল। তবে বৃহস্পতিবার সেই স্থান হারিয়েছে পানাগড়। সেখানে দিনের তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি হাঁসফাঁস গরম থেকে আপাতত মুক্তি নেই বাংলার। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনটাই জানাচ্ছে। বৃহস্পতিবারও রাজ্যের ১৪টি জায়গায় দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়িয়ে গেল। সব থেকে বেশি তাপমাত্রা ছিল মেদিনীপুরে। সেখানে বৃহস্পতিবার দিনের তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস! স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্য দিকে, মরুরাজ্য রাজস্থানের জয়সলমেরে দিনের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। মেদিনীপুরের পাশাপাশি, হলদিয়ায় দিনের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ৭.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। খুব পিছিয়ে নেই কলকাতাও। সেখানে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। পিছিয়ে নেই উপকূলবর্তী জেলাগুলিও। ©BANGLE TIMES #Heat_Weaves
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited