Find the Best Rafat Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutrafat khan and sons, rafat name meaning in urdu, rafat ali khan video songs download, rafat ali khan song, rafat ali khan,
Rafat Ahmed
জীবনের চরম সত্য কে আমরা কোনোদিন উপেক্ষা করতে পারিনা, যেটা ঘটার সেটা আমরা না চাইলেও ঘটবে।সবার সাথে কিছু না কিছু ঘটে। " এবার দুঃখ এলো সামনে ভালো হবে।"তথাকথিত এই বুলি গুলো আমাদের থেকে বয়সে বড় কতিপয় সম্মানীয় জ্ঞাতিরা,শিক্ষকরা,শুভাকাঙ্ক্ষীরা বলে থাকেন,কিন্তু দুঃখ যদি সকল সীমাবদ্ধতা কে ছাড়িয়ে যায় এর প্রতিকার কি.?আমরা ভবিষ্যৎ ভাবি, বাঙালির এই একটা প্রবণতা হলো আমরা ভবিষ্যৎ ভেবে আজকের দিনটাকে তুচ্ছ ভাবতে দ্বিধা করিনা।আমার এতে আপত্তি নেয়,আপনি সূদুরপ্রসারী চিন্তা করেন আমার সমস্যা নাই, কিন্তু কালকের দিনটা ২৪ ঘন্টা পর আজ হবে। আজকে যে আমি সংগ্রাম করছি। আজকে দিন টাতে আমার সমস্যাটা যদি চরম হয় তখন কী এসব নীতিবাক্য খাঁটে? এবার আসি সমাজের কথায়, । সমাজ কখনো আপনার ভিতরের কথায় গুরুত্ব দেবেনা,সমাজের চাই আপনার যোগ্যতা,আপনার সম্মান।সমাজ এটা কখনো ভেবে দেখবেনা আপনার নিজস্ব একটা সত্তা আছে। একজন মানুষের পেটে ভাত নাই,তাঁর কি নীতিবাক্য ভালো লাগে? এই পুঁজিবাদী দুনিয়ায় একজন রিকশাওয়ালা সারাদিনের আয় যদি হয় ৩০০ টাকা, তাঁর কি নীতিবাক্য ভালো লাগে? আমি বলছিনা আমাদের এসব নীতিবাক্য, তথাকথিত ভালো ভালো কথা শুনতে হবেনা। কিন্তু আমার মনে হয় মধ্যবিত্তের কষ্টের কাছে হার মানে সকল নীতিবাক্য। তবুও আমরা আশা করি, আবার নতুনভাবে স্বপ্ন দেখি,এইতো জীবন।জীবন থেমে থাকেনা, কিন্তু ভিতরের সত্তা মাঝে মাঝে থেমে যায়, যেটার সমাধান এই নীতিবাক্য গুলো দিয়ে হয়না। ©Rafat Ahmed #rafat #Time
Rafat Ahmed
বাবা, ছোটবেলায় সেই যে কবর কিংবা পুরাতন ভৃত্য কবিতা শোনা নিত্য হয়ে উঠেছিল। আজও তোমার পাশে শুয়ে একটু আধটু চাই তুমি আবার শুরু করো, "ভূতের মতন চেহেরা যেমন নির্বোধ অতিঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর।" কিংবা "তারপর এই শূন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।" --কবর জীবনের সৌন্দর্য বুঝিয়েছ, তোমার কাছ থেকে বই পড়ার অভ্যাস টা আংশিক পেয়েই আমি ধন্য বাবা। মাঝে মাঝে খুব অভিমান হয়,রাগ হয়। কিন্তু পরক্ষনেই যখন বুঝি তুমি চরম সত্য,তখন ঋণী হয়ে যায়। ©Rafat Ahmed #rafat #foryoupapa
Rafat Ahmed
কোনো এক গভীর রাত অতীতের দরজা ভেঙ্গে উপস্থিত বর্তমানে। কোনো চরম সত্য, প্রতিফলিত হচ্ছে উপন্যাসে। এই তো সেদিন, বিদায় দিয়েছিলাম একাকিত্বকে। ভাবতেই পারিনি তুমি আবার ফিরে আসবে। জানি আমার অন্যায়, উপন্যাসে আমাকে সেইভাবে উপস্থাপন করা হয়েছে। কিন্তু অবহেলিত এই কয়েদির দিকে কেউ ফিরেও চাইনি। ©Rafat Ahmed #rafat #fullmoon
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited