Nojoto: Largest Storytelling Platform

ধর্ষণ-নিগ্রহে অভিযুক্ত ইজ়রায়েলি সেনাদের মুক্তির দ

ধর্ষণ-নিগ্রহে অভিযুক্ত ইজ়রায়েলি সেনাদের মুক্তির দাবি, বিক্ষোভ

মধ্য ইজ়রায়েলের বিট লিড শহরের ওই সেনাঘাঁটি কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন ইজ়রায়েলি সেনাবাহিনীর অতি দক্ষিণপন্থী সদস্যদের একাংশ। মুখোশধারী ইজ়রায়েলি সেনাদের দাবি ছিল, অবিলম্বে মুক্তি দিতে হবে যৌন নির্যাতনে অভিযুক্ত সেনাদের।

জেলবন্দি প্যালেস্টাইনি নাগরিকদের ধর্ষণ, যৌন অত্যাচার, নৃশংস ভাবে মারধরে অভিযুক্ত তারা। ইজ়রায়েলি সেনাবাহিনীর এমন অন্তত ১০ জন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিট লিড শহরের সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল। এ বার অভিযুক্ত সেই সব ইজ়রায়েলি সেনার মুক্তির দাবিতে গত কাল ওই সেনাঘাঁটিতে বিক্ষোভ দেখালেন তাদের
সহকর্মীদের একাংশ। ইজ়রায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একযোগে এই খবর জানিয়েছে।

©BANGLE TIMES
  #Hamas_Israel_Conflict