Find the Best Hamas_Israel_Conflict Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos about
BANGLE TIMES
ধর্ষণ-নিগ্রহে অভিযুক্ত ইজ়রায়েলি সেনাদের মুক্তির দাবি, বিক্ষোভ মধ্য ইজ়রায়েলের বিট লিড শহরের ওই সেনাঘাঁটি কার্যত অবরুদ্ধ করে রেখেছিলেন ইজ়রায়েলি সেনাবাহিনীর অতি দক্ষিণপন্থী সদস্যদের একাংশ। মুখোশধারী ইজ়রায়েলি সেনাদের দাবি ছিল, অবিলম্বে মুক্তি দিতে হবে যৌন নির্যাতনে অভিযুক্ত সেনাদের। জেলবন্দি প্যালেস্টাইনি নাগরিকদের ধর্ষণ, যৌন অত্যাচার, নৃশংস ভাবে মারধরে অভিযুক্ত তারা। ইজ়রায়েলি সেনাবাহিনীর এমন অন্তত ১০ জন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বিট লিড শহরের সামরিক ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল। এ বার অভিযুক্ত সেই সব ইজ়রায়েলি সেনার মুক্তির দাবিতে গত কাল ওই সেনাঘাঁটিতে বিক্ষোভ দেখালেন তাদের সহকর্মীদের একাংশ। ইজ়রায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম একযোগে এই খবর জানিয়েছে। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
যুদ্ধ থামালে বন্দিদের মুক্তি দিতে রাজি হামাস আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ন’মাস ধরে চলতে থাকা যুদ্ধ থামাতে অবশেষে আমেরিকার দেওয়া ইজ়রায়েলি বন্দি-মুক্তির প্রস্তাব গ্রহণ করল প্যালেস্টাইনি জঙ্গি গোষ্ঠী হামাস। তবে তাদের একমাত্র শর্ত, চুক্তিপত্রে সই করার আগে ইজ়রায়েলকে পাকাপাকি ভাবে যুদ্ধবিরতি ঘোষণা করতে হবে। আমেরিকার দেওয়া প্রস্তাবে প্রথম দফায় বন্দি-মুক্তির পাশাপাশি সাময়িক যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল। গাজ়ায় ত্রাণ ঢুকতে দেওয়া, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছিল। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
ইজ়রায়েলি যুদ্ধবিমান হানা দিল লেবাননে, নিহত শিয়া গোষ্ঠী হিজ়বুল্লার শীর্ষ কমান্ডার নাসের জুন মাসের গোড়ায় ইজ়রায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা তালেব সামি আবদুল্লা নিহত হয়েছিলেন। এর পরে লেবানন সীমান্ত থেকে ইজ়রায়েলি ভূখণ্ডে হামলার দায়িত্ব পান নাসের। দক্ষিণ লেবাননে ইজ়রায়েলি বিমান হানায় নিহত হলেন ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার শীর্ষ কমান্ডার মহম্মদ নামেহ নাসের। জুন মাসের গোড়ায় ইজ়রায়েলি হানায় হিজবুল্লার শীর্ষ সামরিক নেতা তালেব সামি আবদুল্লা নিহত হয়েছিলেন। তার পরে আবার সংগঠনের কোনও সর্বোচ্চ সারির নেতার মৃত্যু হল। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
খাবার নেই, জল নেই, অনাহারে মৃতপ্রায় শিশুরা রাষ্ট্রপুঞ্জ দীর্ঘদিন ধরেই সতর্ক করে চলেছে, এই দীর্ঘ যুদ্ধ ও ধ্বংসলীলা অচিরেই দুর্ভিক্ষ ও মহামারি ডেকে আনবে। সে দিকেই ক্রমশ এগোচ্ছে গাজ়া। খাবার নেই, পরিস্রুত পানীয় জল নেই। গাজ়া ভূখণ্ডে নিহতের সংখ্যা সাড়ে ৩৭ হাজার ছাড়িয়েছে। আজও অন্তত ৪২ জন প্যালেস্টাইনি গাজ়া শহরের শাটি শরণার্থী শিবির ও টুফাতে ইজ়রায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। যদিও এই মৃত্যু-খতিয়ান অনেকাংশেই অনুমান-ভিত্তিক। আসল মৃত্যু-সংখ্যা হয়তো এর অনেক বেশি। আর তা শুধু ইজ়রায়েলি বোমায় নয়, না খেতে পেয়ে মারা যাচ্ছে অসংখ্য মানুষ। বিশেষ করে শিশুরা। গাজ়ার হাসপাতালগুলিতে (যে ক’টি এখনও চলছে) অপুষ্টিতে মৃতপ্রায় শিশুর সংখ্যা লাফিয়ে বাড়ছে। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
BANGLE TIMES
স্কুলে ক্ষেপণাস্ত্র হানা, গাজ়ায় নিহত ৩৫ সংবাদ সংস্থাকে এক স্থানীয় বাসিন্দা আয়মান রাশিদ জানিয়েছেন, এ দিন সকালে কম করে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চলে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক দফতর পরিচালিত ‘আল-সারদি’ নামে স্কুলটিতে। ‘নিরাপদ’ বলে পরিচিত যে রাষ্ট্রপুঞ্জের স্কুলগুলিতে আশ্রয় নিচ্ছিলেন ঘরছাড়া প্যালেস্টাইনিরা, এ বার তারই একটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইজ়রায়েল। মধ্য গাজ়ার নুসেরাতে হওয়া এই ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩৫ জন, যার মধ্যে অন্তত ছাব্বিশ জন মহিলা ও শিশু রয়েছেন বলে খবর। তবে কিছু সূত্রের মতে, চল্লিশেরও বেশি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবারের এই হামলায়। ইজ়রায়েল সেনার অবশ্য দাবি, স্কুলগুলিতে আদৌ কোনও সাধারণ নাগরিক ছিলেন না, বরং সেগুলিতে আশ্রয় নিচ্ছিল জঙ্গি গোষ্ঠী হামাসের সদস্যেরা। ©BANGLE TIMES #Hamas_Israel_Conflict
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited