Nojoto: Largest Storytelling Platform

আমি সাথে আছি তোমার মনের দুঃখে, আমার ধ্যান রয়েছে

আমি সাথে আছি তোমার মনের দুঃখে, 
আমার ধ্যান রয়েছে তোমার প্রত্যেক বিরাগে। 
হয়তো খুব কাচা বলতে পারো কথা বলায়, 
কিন্তু সাথে চলছি তোমার আমি প্রতি রাস্তায়। 
তোমার প্রত্যেক চাহিদা, প্রত্যেক উদ্দেশ্য জানা আছে, 
আমি তাও নিজেকে চুপ রেখেছি,
মনের কোনো কোনে আমার আবেগের লাশ পড়ে আছে। 
তুমি না বললেও আমি তোমাকে শুনতে পাড়বো, 
তোমার না লেখা কথাও আমি পড়ে নিতে পাড়বো। 
তোমার মধ্যে ঝড় বয়ে যাচ্ছে, তুমি বলবে না, 
সেই জায়গায় দাড়িয়ে আমি তোমার হাত ধরতে পাড়বো। 
তুমি যেমন বলো, আমি সেরকম  হয়ে যেতে রাজি, 
তোমাকে আলোর স্পর্শ করানোর জন্য আমি অন্ধকারে থাকতেও রাজি। 
কিন্তু এই অপেক্ষা, চেষ্টা, আশা, সব পুড়ে যাবে, 
মনের মধ্যে শুধু এক তান্ডব চলতে থাকবে। 
তখন হয়তো অনেক দেরি হয় যেতে পারে, 
সামনে কেউ থাকুক, ছাই হয়ে যেতে পারে। 
সেই সময় কোনো অনুভব সামনে আসবে না, 
কে থাকলো, কে চলে গেল, কিছু বোঝা যাবে না।

©Ananta Dasgupta
  #baarish #bengalicommunity #Bengali_poem #bengalipoetry #anantadasgupta