Nojoto: Largest Storytelling Platform

Best Bengali_poem Shayari, Status, Quotes, Stories

Find the Best Bengali_poem Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutlove shayari in bengali for girlfriend with the word nilanjana, love shayari in bengali for girlfriend, love quotes for him in bengali, bengali sad love quotes that make you cry, bengali sad poem of love,

  • 138 Followers
  • 464 Stories

Ananta Dasgupta

White তুমি রাতের জ্যোৎস্না, আলোর মত আছ
আমার অন্ধকারে রয়েছ কিন্তু একটা সময় ওবধি।
তুমি কখনো গল্প, কখনো কবিতা, কখনো আবার লেখায় আছ
আমার ইচ্ছায় রয়েছ কিন্তু একটা সময় ওবধি। 
শ্রেষ্ঠ কল্পনায় আছ, ভেজা চোখের স্বপ্নে আছ 
আমার সত্য জীবনে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। 

জানি! তোমার অনেক সীমানা আছে, মেনে নিলাম। 
জানি! অনেক কারণে ঘিরে ধরা তোমার ব্যস্ত জীবন, মেনে নিলাম। 
জানি! দেখা না পাওয়ার কারণ তোমার চারপাশের দেয়াল, মেনে নিলাম।
সেই দেয়ালের বাইরে আমি ঘুরপাক খাওয়া এক পাগল।
বেয়াদবি এতটা কি একবারে টেনে নিয়ে চলে যেতে পারে।
ধৈর্য এতটা কি নিঃশব্দে শুধু অপেক্ষা করতে পারে।

©Ananta Dasgupta #love_shayari #Bengali_poem #bengaliwriting #bengaliquote

Ananta Dasgupta

হে গঙ্গা! 
বয়ে চলেছ তুমি শহরের পাস থেকে, শুধু বয়ে যাচ্ছ। কেন?
কেউ রক্তে লাল হচ্ছে আর হাঁসছে পাশবিকতা, তুমি বয়ে যাচ্ছ। কেন?
তোমার সামনে আগুনে দাহ করা হল, ভাসিয়ে দেয়া হল তোমার কোলে।
তুমি নিরবে ধারণ করে নিলে সেই অস্থি আর বয়ে চলেছ। কেন?
তুমি দেহ শুদ্ধ করলে কিন্তু সেই দেহ কারণ হল অপবিত্রতার।
ওই অপবিত্রতার তুমি দেখলে নিরবে, তুমি বয়ে যাচ্ছ। কেন?
আজ তোমার কিনারা ধরে পথে নেমেছে অনেক রাগ, অনেক প্রশ্ন।
তুমি সবকিছু জেনে আসলে না, তুমি বয়ে যাচ্ছ। কেন?

হুঙ্কার দাও নিজের স্রোতের, ভেঙে দাও সমস্ত ব্যবধান।
এই অন্যায়ের জন্য তুমি শুরু কর যুদ্ধের অভিযান।
ডুবিয়ে দম বন্ধ কর তাদের যারা অন্যায়ের সাথে দাঁড়িয়ে।
অ্যাসিডে বদলাও নিজেকে, দাও হাড় অবধি জ্বালিয়ে।
যদি বইতে তাহলে প্রলয়ের মত করে এবার বয়ে যাও।
রুদ্র রুপ ধর নিজের, ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাও।
আশা হারিয়ে যাচ্ছে দেবী, বিচার এবার শাস্তি দাও।
নিজের হাতে বিচার নিয়ে তুমি তিলোত্তমা কে শান্তি দাও।

©Ananta Dasgupta #nojotopic #kolkatacase #JusticeAndRevenge #RGkar #revolution #anantadasgupta #Bengali_poem #bengaliquote

Ananta Dasgupta

সমস্ত সমস্যার সমাধান এই ছাই তে। 
সমস্ত বাধা মিটে যায় এই ছাই তে। 
এই ছাই থেকেই শুরু শেষের যাত্রা, 
নতুন করে শুরু হয় সব এই ছাই তে। 
কষ্ট নষ্ট হয়ে যায় এই ছাই তে। 
আশা, ভালবাসা, অপেক্ষা মুছে যায় এই ছাই তে। 
ছাই হতে হলে পুড়ে ছারখার হয়ে যাক সবকিছু আমার। 
ভস্ম আরতি হোক তোমার সেই ছাই তে।

©Ananta Dasgupta #shiva #omnamahshivaya #Shankar #anantadasgupta #Bengali_poem #Bengali #bengaliquote

Ananta Dasgupta

যদি পারো, এক বার কখনো মনে করে নিও, 
তারপর না হয় কাগজের মত ছিড়ে ফেলে দিও। 
বুঝতে পারবো আলাদা রাখছ কোন এক জায়গায়। 

যদি পারো, এক দিন আমার মত করে কাটিয়ে দেখো, 
তারপর না হয় ফিরে যেও নিজের সুখের সংসারে। 
মেনে নেব কিছুটা অংশ ছিলে আমার সাথে। 

যদি পারো, আমাদের কথা মুখস্থ রেখো পড়ার মত, 
তারপর না হয় নতুন জীবনের চাদর দিয়ে ঢেকে দিও। 
মনে করব স্মৃতি ভাগ করার মত জায়গা আছে আমার। 

যদি পারো, ঘরের জানলা থেকে তাকিয়ে দেখো আকাশে, 
তারপর না হয় নিজের মনের দরজার মত সেটাও আটকে দিও। 
জানব অল্প সময়ের জন্য হলেও দেখেছিলে আমাকে।

যদি পারো, এক বার ঘুরে দেখো পিছনে ফিরে, 
তারপর না হয় কখনো দেখলেই না আর জীবনে। 
ধরে নেব একটু হলেও পিছুটান টা আছে তোমারও। 

যদি পারো, কখনো ভালবেসে দেখো আমার মত, 
তারপর না হয়ে করলে না কখনো কোন পরোয়া আর। 
জানতে পারব একবার হলেও কাছে গেছি তোমার।

©Ananta Dasgupta #anantadasgupta #Bengali_poem #bengalipoetry

Jaya Mondal

বোকারা ভালবাসে #viral #poatry #Bengali_poem #viral_video #Youtube #jayamondal #jayarecitation

read more

Ananta Dasgupta

একটা ডায়রি পেলাম, ভাবছি কি লিখবো। 
লিখে ফেলব অফিসের সমস্ত অগোছালো হিসাব
নাকি রেখে দেব পাতা গুলো ফাঁকা সব
নোট করব বসের এক এক জিনিস তারিখে ফেলে, 
যদি ভবিষ্যতে এই কথা যদি কাজেও ফলে! 
নাকি ঘরে নিয়ে আসব, মাসের হিসাবের জন্য, 
খাতায় ভর্তি থাকবে আয় ব্যয়ের অরন্য। 
কাউকে দেওয়া যাবে না, ওখানে যে নাম রয়েছে আমার
বাচ্চা নেই যাকে দিলে বানাতে পাড়বে নিজের আঁকার সংসার
তাহলে কি নিজে ব্যবহার করব? 
নিজের জন্য কিছু লিখবো? 
লিখবো সমস্ত কথা যা গোপন আছে কোন গভীর অন্ধকারে
লিখবো কত জায়গায় না গিয়েও কি ভাবে ঘোরা যায়। 
জানা অজানা কিছু অভিজ্ঞতা, জানা অজানা কিছু ভুল। 
লিখবো পাশ থেকে গিয়েও না নেয়া সেই গোলাপ ফুল। 
এই ভাবে লিখলে তো খাতা ভরে যাবে যে, 
আমার কল্পনা আর আশার ভাড় নিতে পারবে না সে। 
বরঞ্চ এটাকে আপাতত রাখি এমনি, প্যাক করা। 
এখনও যে বাকি আছে আবার ভাংগা, আবার গড়া।

©Ananta Dasgupta #Pinterest #anantadasgupta #Bengali_poem #bengaliwriter

Ananta Dasgupta

শুধু অপেক্ষা করে গেছি তোমার, কারণে অকারনে। 
শুধু ভেবে গেছি তোমায় নিয়ে, কারণে অকারনে। 
চোখের নিচে আসা কালো দাগ,
চার দেয়ালের দিকে তাকিয়ে গেছি, কারণে অকারনে। 
তুমি কথা জানো, কারন জানো না,
কোথায় আছি জানো, কেমন আছি জানো না। 
দুরত্ব বজায় রাখছ, জানি! তাই নিজেকে বোঝাই।
কিছুটা কথা শুনে আবার চলে যাচ্ছে তোমার কাছে,
কারণে অকারনে। 
আগে জানার অপেক্ষায় ছিলাম, পরে শোনার অপেক্ষায় ছিল, 
এখনও অপেক্ষায় আছি, কারণে অকারনে।

©Ananta Dasgupta #ArabianNight #anantadasgupta #Bengali #Bengali_poem

Ananta Dasgupta

কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সাবধানে যাবে, পৌঁছে জানাবে বলার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
দাড়িয়ে পিছনে অপেক্ষা করার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
সারাদিনের সব উলটো পালটা গল্প শোনার জন্য। 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার ক্লান্তি ভাগ করে নেওয়ার জন্য। 
যখন ঘরের তালা টা খুলে ভেতরে যাও, 
অসার ভর্তি রুমে কাঁধ থেকে ব্যাগ আলাদা কর, 
আলো জালাও, আর বসে সিগারেটে আগুন ধরাও। 
কিন্তু না ব্যাগ রাখার পরে বোঝা হালকা হয়, 
না রুমের আলো মনের ভিতরের অন্ধকার মেটাতে পারে, 
আর না নিকোটিনের নেশা মাথার ভার কমায়। 
খালি মন, খালি চোখে খালি রুমে চোখ ফেরাতে, কেমন লাগে বন্ধু? 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তুমি অভুক্ত শুয়ে পড়ছো না, এটা দেখার জন্য। 
দেওয়ালে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, 
কিন্তু কেন জেগে আছো, জানো না। 
কেন অশান্ত হয়ে আছো, জানো না। 
মনের লড়াইয়ে জিতছো না হারছো, জানো না। 
এই দ্বন্দ্বের মাঝ দিয়ে বেড়োতে, কেমন লাগে বন্ধু? 
কিছু পোস্ট, কিছু ভিডিও, কিছু মুভি দেখে, 
কিছু জমে থাকা মেসেজ রিপ্লাই দিয়ে, 
কোনো পুরোনো এলবামের মত, 
পুরোনো লেখা কথা গুলো বার বার পড়ে, 
চোখে অপেক্ষা আর ঠোঁটে হাঁসি সাজিয়ে, 
কেমন লাগে বন্ধু? 
দিনের দায়িত্ব পুর্ন করে, সব কাজের পড়ে, 
কেমন লাগে বন্ধু, যখন কেউ নেই
তোমার দীর্ঘ নিশ্বাসের মধ্যে ফোঁপানির অবরোধ বোঝার জন্য।

©Ananta Dasgupta #GateLight #anantadasgupta #Bengali_poem #bengalipoetry

Parvez pappu

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে। Poetry #Bengali_poem #bengaliquote

read more

Ananta Dasgupta

দেবীর স্বরূপ কোনো না কোনো রুপে বাস করে, 
সে কখনো যায় না, পরোক্ষভাবে সাথে থাকে।
নমস্কার করি প্রত্যেক রুপে বাস করা শক্তিকে, 
নমস্কার করি সেই প্রকৃতিকে যার কোলে বড় হয়েছি। 
নমস্কার করি সেই মা কে যারা সবসময় আমাদের আগলে রাখে।
নমস্কার করি সেই সহচরীদের যারা জীবন যুদ্ধ লড়াইয়ে সাথে থাকে। 
নমস্কার করি সেই প্রেমিকাদের যারা অর্ধাংশ হয়ে যায়। 
নমস্কার করি সেই মেয়েদেরও যারা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। 
নমস্কার করি তাদেরকে যারা সাথে থাকে 
না, কিন্তু অংশীদার হিসেবে নিজের
পরিচিতি রাখে। 
শুভ বিজয়া।

©Ananta Dasgupta #anantadasgupta #shubhobijoya #happydussehra #Dashami #Bengali_poem #bengaliquote #bengalicreation
loader
Home
Explore
Events
Notification
Profile