Nojoto: Largest Storytelling Platform

Best yqbengali Shayari, Status, Quotes, Stories

Find the Best yqbengali Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutlove and engagement quotes, love shayari in english, love quotes for couples engaged, love quotes for engaged couples, engagement love quotes for him,

  • 70 Followers
  • 1416 Stories

Jayanta Roy

#piccontest25 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest25

read more
ট্রাপিজের সরু তারে ভারসাম্যের বোঝা 
কাঁধে হাঁটতে থাকা জীবনভর এক অলীক স্বপ্নসন্ধান ;
সমবেদনার হাত,ক্ষতে জমা কালো রাত শূন্য 
পদক্ষেপে এগিয়ে যায় অবিরত ভ্রাম্যমান ;
নিরাসক্ত বৃষ্টিডানা--শত শত বিভাজন 
আত্মকেন্দ্রিক সুযোগসন্ধানী বিস্ফোরণে,,,
মুখের আদল বদলে দেয় সময় মৃত কুয়াশার 
সংকেত ছায়া ফেলে জৈবিক আস্ফালনে;
শুধু অবশিষ্ট মসৃণ আলো আল্পনা আঁকা জলে
সারিসারি অনুসরণ গহন পথের উপস্থিতি,
করতলে মন আর মাথা মুগ্ধতার দায়ভারে 
মূর্ছিত,অলিখিত ইচ্ছের বিমূর্ত বিধিলিপি....
 #piccontest25

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest25

Jayanta Roy

🤔 দুঃখ নাকি দুঃখ বিলাস? ❤️ উত্তর টা শুনবো তোমাদের থেকে.. দুই বন্ধু মিলে কোলাব করে ফেলো তো চটপট .…..

read more
দুঃখবিলাস হঠাৎ মনে
খুশীর আলিঙ্গনে, 
আলোর নিচেও আঁধার খোঁজা
বিরহী সুরের আবাহনে...
 🤔 দুঃখ নাকি দুঃখ বিলাস?



❤️ উত্তর টা শুনবো তোমাদের থেকে..


দুই বন্ধু মিলে কোলাব করে ফেলো তো চটপট .…..

Jayanta Roy

#piccontest24 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest24

read more
গহীন অরণ্য জুড়ে কেমন আলোকিত ইশারা 
কল্পলোকের প্রত্নলীন ইতিবৃত্ত,ভঙ্গুর শিলালিপি---
স্বপ্নের মাধ্যাকর্ষণে মহাকাশের ম্যামথরা নেমে
আসে  বনস্পতির অলিখিত আঁধারে ;
উদঘাটিত বৃত্তের সীমায়িত ছায়াপথ পরিধির
পাকদন্ডী বেয়ে ধেয়ে আসে মহাজাগতিক তরঙ্গস্রোত ;
জন্মজন্মান্তরের এক অনুসন্ধিৎসা মায়াবী 
জোৎস্নায় লুটিয়ে পড়ে নিঃসঙ্গ জাগতিক ঘুমে;
শুধু স্বপ্নছিন্ন এক ভোর বায়বীয় শূন্যতায়
উদাসীন নিবিড় বনভূমির আবডালে রাখা 
অজানা আকাশের দুর্বোধ্য হেঁয়ালির 
হিম কুয়াশার  অস্পষ্টতায়...  #piccontest24

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest24

Jayanta Roy

#piccontest23 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest23

read more
এক অবিচ্ছিন্ন সত্তা মন ও মাথায় মিলেমিশে আয়োজন
প্রত্যুত্তরে ডাকাডাকি,হুড়মুড়িয়ে প্রেম গ্রাস করে শরীর ;
অবশেষে আপ্লুত লুটানো যৌবন--চেনা অচেনায় বিভ্রান্ত বারবার
ছিটকে যায় রক্ত বর্ণ আলো,,,কানফাটা চিৎকার ;

ঘুম পায়,ঘুম ঢাকে অরক্ষিত বুকের শিরাময় গ্লানি,
সমারোহ ঠোঁটে জিভে মরণচিহ্ন বাঁচার পুনরুত্থানে,
জলে জলে আঁকড়ানো খড়কুটো ভাসমান পদধ্বনি 
কী নিদারুণ স্পষ্ট হয়ে ওঠে জলজ্যান্ত সামুদ্রিক ঘ্রাণে...  #piccontest23

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest23

Jayanta Roy

#piccontest22 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest22

read more
ছুঁয়ে যাবে কেউ আপন বৃত্তের অতলে ;
নিশাচর পাখির ডাক,দাহ্য চিতাকাঠের নীল ভস্ম ছাই
মায়াকুহকের বিদিশায় নিমজ্জিত প্রগাঢ় মস্তিষ্কের শ্বেত-ধূসর বস্তু....  #piccontest22

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest22

Jayanta Roy

🌼সুপ্রভাত সকলকে 🍁🌼 🔸 আমাদের পেজ চিত্রলেখায় চলে এলো আজকের টাস্ক।🌼🌼 🔸 আজকের বিষয় হলো "ডবল কোলাব চ্যালেঞ্জ"। 🔸শর্তগুলি হলো- ১-তোমাদের সৃষ্ট চার/দুই লাইনের অনুকবিতা টিতে " অভিমান" শব্দটি থাকা চাই। ২-শুধুমাএ দুটি ঘর পরিপূর্ণ হওয়া লেখাটিই বিবেচ্য হবে।

read more
অন্তর আজ নির্বাসনে স্পন্দনে কালক্ষয়,

আঁজলা ভরা করতলে চৌচির প্রশ্রয় ;

দীর্ঘশ্বাসের গাঢ় নীলে মুদ্রা আলিঙ্গনের

বেগবান স্মৃতি ধুলোভরা মেঘ সংকেত নির্জনের...  🌼সুপ্রভাত সকলকে 🍁🌼
🔸 আমাদের পেজ চিত্রলেখায় চলে এলো আজকের টাস্ক।🌼🌼

🔸 আজকের বিষয় হলো "ডবল কোলাব চ্যালেঞ্জ"।

🔸শর্তগুলি হলো-
১-তোমাদের সৃষ্ট চার/দুই লাইনের অনুকবিতা টিতে " অভিমান" শব্দটি থাকা চাই।
২-শুধুমাএ দুটি ঘর পরিপূর্ণ হওয়া লেখাটিই বিবেচ্য হবে।

Jayanta Roy

#piccontest21 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest21

read more
রুদ্ধ করোটির অর্গল ঠেলে নিশ্চুপ রাত নামে
চরাচর শূন্য জীবন মাস্তুলে ;
আকুলপাথার,তবু অগাধ বেনোজলে বোবা নিরীক্ষণ ;
উৎক্ষিপ্ত তরঙ্গে জোয়ার-ভাটার দু আঁজলা
ভরে দেখি চন্দ্রকলা--আলোর বিচ্ছুরণ ;
নিষ্ক্রমণ বেখেয়ালে পরিপাটি ঘুমঘোর ছাপোষা
জলজ প্রাণ বিরামহীন আশ্রয় ডাঙায়---
বিষাদ প্লাবনে দুলে দুলে ভেসে যায় গতিজাড্যের
অভিমুখে সংক্ষিপ্ত ডিঙাখানি,
স্রোতে--স্রোতে স্বপ্নের বিভোরে 
শুধু তোমার উপেক্ষিত যৌবন মানায়......
 #piccontest21

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest21

Jayanta Roy

আজ Dipshikha 🍁 -এর লেখা দুলাইন রইল তোমাদের জন্য কোলাব চ্যালেঞ্জ হিসেব ‌। 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 একটি ঘর তোমরা পূরণ করো এবং বাকি ঘর টি পূরণের জন্য আমন্ত্রণ জানাও নিজের বন্ধুদের।। 💐💐💐💐💐💐💐💐💐💐💐

read more
রুদ্ধ হৃদয় কপাট ভাঙবে শ্রাবণের ভরা বানে,
সিক্ত কপাল,তাপ হবে লীন পরশ আর চুম্বনে | 
আজ Dipshikha 🍁 -এর লেখা দুলাইন রইল তোমাদের জন্য কোলাব চ্যালেঞ্জ হিসেব ‌।
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉


একটি ঘর তোমরা পূরণ করো এবং বাকি ঘর টি পূরণের জন্য আমন্ত্রণ জানাও নিজের বন্ধুদের।।
💐💐💐💐💐💐💐💐💐💐💐

Jayanta Roy

#piccontest20 এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে। Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। ক্যাপশনে রেখো #piccontest20

read more
রঙের অনুসন্ধান....
বর্ণহীন নীহারিকা,হৃদয়ে বেরঙিন অন্তর্ধান ;
মৃত রাজপুত্র-রাজকন্যা--রংচটা আলো ফ্যাকাশে
নৈশব্দের রূপকথা শিশির অতলে
ভাসমান শিলালিপিখানি সাদাকালো তারাহীন আকাশে || #piccontest20

এই ছবিটিকে ব্যাকগ্রাউন্ডে রেখে, তার উপর লিখে ফেলো যথাযথ একটি কোট - ছবিটির তোমার মতো করে ইন্টারপ্রিটেশন, অথবা, ছবিটি দেখে যা তোমার মাথায় আসে।

Collab করো, অথবা ছবিটিকে সেভ করে তোমার লেখার ব্যাকগ্রাউন্ড হিসেবে পরে ব্যবহার করো। 

ক্যাপশনে রেখো #piccontest20

Jayanta Roy

তোমাদের জন্য‌ শুরু হলো একদম নতুন ধরনের কন্টেস্ট, চার লাইনের কাব্য । 🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈 🐸 এক্ষেত্রে আমাদের ওয়ালপেপার এ একটি অর্থবহ ছবি দেওয়া থাকবে, আর সাথে থাকবে চারটি ফাঁকা জায়গা। 🐸 তোমরা ছবিটির সাথে সম্পর্ক রেখে প্রত্যেকটি ফাঁকা জায়গায় একটি করে লাইন লিখবে, একটি ওয়ালপেপারে চারজন একটি করে মোট চারটি লাইন লিখবে। 🐸 একটি লাইন তার আগের লাইনের সাথে সম্পর্কযুক্ত হবে। চার লাইন লেখা সম্পূর্ণ হওয়ার পর পাঠকের যেন পড়ে মনে হয় ছবিটির সাথে সম্পর্কযুক্ত একটি চার লাইনের সম্পূর্ণ কবিতা, গল্প, কাব্য,

read more
বয়স তো সংখ্যাতত্ত্ব এই শ্রাবণধারার কাছে...  তোমাদের জন্য‌ শুরু হলো একদম নতুন ধরনের কন্টেস্ট, চার লাইনের কাব্য ।

🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈✨🎈

🐸 এক্ষেত্রে আমাদের ওয়ালপেপার এ একটি অর্থবহ ছবি দেওয়া থাকবে, আর সাথে থাকবে চারটি ফাঁকা জায়গা।
🐸 তোমরা ছবিটির সাথে সম্পর্ক রেখে প্রত্যেকটি  ফাঁকা জায়গায় একটি করে লাইন লিখবে, একটি ওয়ালপেপারে চারজন একটি করে মোট চারটি লাইন লিখবে।
🐸 একটি লাইন তার আগের লাইনের সাথে সম্পর্কযুক্ত হবে। চার লাইন লেখা সম্পূর্ণ হওয়ার পর পাঠকের যেন পড়ে মনে হয় ছবিটির সাথে সম্পর্কযুক্ত একটি চার লাইনের সম্পূর্ণ কবিতা, গল্প, কাব্য,
loader
Home
Explore
Events
Notification
Profile