Nojoto: Largest Storytelling Platform

Best হারিয়ে Shayari, Status, Quotes, Stories

Find the Best হারিয়ে Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 34 Followers
  • 110 Stories

Raju Sarkar

আমরা কেন হারিয়ে ফেলি! #জীবন #সত্যকথা #হারিয়ে #চাওয়া #অপেক্ষা #সময় #পাওয়া #iamrajusarkar #rjtalk #জ্ঞান

read more

Jayanta Roy

#হারিয়ে যাবো যেদিন#

read more
সুচতুর প্রেমিক,তুমি ভিখারী সাজো,উদাত্ত আঙুলে রাখো বাতাস;
ক্লান্তির অন্ধকার সাঁতারে দিনান্তে জর্জরিত যন্ত্রনা,
উপমা তো যৌবন,উচ্ছিষ্টে প্রকাশিত লজ্জা,পড়ন্ত দীর্ঘশ্বাস
সিন্গ্ধতা,কদর্য প্রশ্রয়ে করতলে সস্নেহে পুষে রাখে ঘৃণা;
সে ঘৃণাভার,উদ্বেলিত সঞ্চয়ে নীল আলোর অভিব্যক্তি,
আকাঙ্খার নির্মম বঞ্চনায় প্রবাহিত মগ্নতা দূরভাস
সে জন্মান্তর আহত মাটির বুকে লেলিহান অত্যুক্তি,
হারিয়ে যাবো যেদিন,বর্ণহীন জীবন পাবে তার স্পষ্ট আভাস..  #হারিয়ে যাবো যেদিন#

Barsha Maji

#হারিয়ে যাওয়া #সম্পর্কের জটিলতা

read more
হারিয়ে ফেলেছি সব অনুভূতি 
মুছে দিয়েছি সব সম্পর্কের জটিলতা,
হয়তো কোনো এক দিনের শেষে গোধূলির ম্লান লগ্নে 
আমিও হারিয়ে যাবো সেই অনুভূতিগুলির মতো,
মহাকালের স্রোত এসে একদিন মুছে দেবে
তপ্ত বালুচরে আঁকা আমার জীবনরেখা।।
 #হারিয়ে যাওয়া #সম্পর্কের জটিলতা

Raju Sarkar

যার জন্য সবকিছু ত্যাগ করি! #Reels #সারাজীবন #জীবন #ত্যাগ #ভুলতে #হারিয়ে #মানুষ #Bengali #inspirational #iamrajusarkar #চিন্তা

read more

কবিতা ও গল্পের সম্ভার

lisa sarkar shivam kumar mishra 🍁...🍁 #poem #হারিয়ে

read more
##হারিয়ে যেও না কাছে এসে
      ফিরিয়ে দিওনা ভালোবেসে
চলে যেওনা অভিমানে,,,,,😍
     রাখবে তো আমায় তোমার মনে
তোমায় রেখেছি আমার 
হৃদয়ের সিংহাসনে lisa sarkar shivam kumar mishra 🍁...🍁

Moinsky

#hardtime

read more
আমি ঘুম ভাঙা সূর্য দেখেছি
তুমি হারিয়ে কোথায়
আমি সব ভুলে আকাশ দেখেছি
তুমি লুকিয়ে কোথায়
অভিরাম শুধু বৃষ্টি দেখেছি
তুমি হারিয়ে কোথায়
কিছু সুর কিছু সপ্ন দেখেছি
তুমি লুকিয়ে কোথায়..... #hardtime

Ratul Mahmud

যৌবন

read more
★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ যৌবন

Ratul Mahmud

আদিমতা

read more
★ যৌবনের আদিমতা ★

এখনো আমরা বড্ড আদিম,
প্রেমিকার বুকে ভালোবাসার পাহাড় খুঁজে ফিরি
বিছানাস্বর্গে যৌবনের হিংস্রতায় মেতে উঠি
দেবতাদের সাক্ষী করে কামশক্তির চিত্রাঙ্কন করি।

প্রেমিকার উড়নচণ্ডী চুল, বিধ্বংসী ঠোঁট, রক্তিম ললাট, স্পর্শকাতর স্তন, কারুকার্যখচিত কোমর থেকে শুরু করে নিতম্ব, যোনী কিংবা উরু দিয়ে ক্রমশ যৌবন চুয়িয়ে পড়ছে।
এ যৌবন ছোঁয়ার অধিকার আমার নেই
সে অধিকার এখন অন্যকারো
সে যৌবন এখন অন্যকারো অপেক্ষায় বসে থাকে।

প্রাক্তনের যৌবনের ব্যবচ্ছেদ করা হলো
একটা নীল শাড়ি আর সঙ্গে কিছু রংতামাশা বেরিয়ে আসলো
বেরিয়ে আসলো আরো কিছু সুখস্মৃতি এবং একটা বিছানাস্বর্গ, যেখানে চিত্রাঙ্কন করেছিলাম আমরাও।

এখনো আমরা বড্ড আদিম,
প্রাক্তনের সুখস্মৃতিতে বিষাক্ত হয়ে উঠি
কালগোখরোকে হার মানিয়ে ভয়ার্ত ছোবল দিয়ে বসি
অকৃত্রিম ভালোবাসাকে হারিয়ে বিপর্যস্ত হয়ে উঠি।

এতো আধুনিকতার পরও অন্ধকারে আমরা আদিমতার সাক্ষী হই, 
পরষ্পরের নেশায় নিজেকে ভুলে যাই।
এখনো আমরা বড্ড আদিম,
প্রেমের ছলে প্রেমিকার হাতে হাত রাখি, ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিয়ে স্বপ্নস্বর্গে হারিয়ে যাই
পক্ষান্তরেই প্রয়োজনে যাযাবর হয়ে অন্য শহরের পথিক হই।

© রাতুল মাহমুদ আদিমতা

অভ্রনীল

read more
কোন একদিন হারিয়ে যাব আমি 
তোমার এই ব্যাস্ত নগরী থেকে।
আমার অস্তিত্ব ধুলোয় মিশে যাবে নয়তোবা হারিয়ে যাবে শত সহস্র লোকের ভীরে।
কারো মনের কোনে কিংবা স্মৃতির আড়ালে ঠাই হবেনা আমার।
তবে আমি ফিরে আসবো তোমার ব্যাস্ত নগরীতে শুংসাং নিরবতা নিয়ে।
কখনো মাঘের সন্যাশী বা
শরতের কাশফুল হয়ে নয়তোবা বসন্তের বাহারি ফুলের সাজে নতুবা গ্রিষ্মে চৌচির হওয়া ফসলের ধানের শীসে
সর্বশেষ বর্ষায় বৃষ্টি হয়ে।
তোমার স্পর্শের শিহরণ আমি বুঝলেও  আমার স্পর্শের অনুভুতি তোমার কাছে কোন আবেদন রাখবেনা।

Penname Sayan

read more
হতাশা আসে , যায় !
শেখায়ও অনেক কিছু।।
প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময়ে হতাশার শিকার হয় সে যে কোনো কারনেই হোক।
কেউ এরকম পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি জন্ম থেকেই অর্জন করেনা , তোমার ভেতরের অজেয় মানসিকতা কে জাগ্রত করার কাজটা ই যে বড় কঠিন।
হ্যাঁ , তবে কেউ পারে , কেউ পারেনা।
যারা পারে তারা উদাহরন আর যারা চলে যায় তারা স্মৃতি হয়ে থেকে যায়।
আমার ও একই দশা হয়েছিল।
হ্যাঁ তবে ঘুরে দাড়াতে পেরেছি হয়তো আজকে।
তবে উদাহরন হিসেবে নয় , হতাশা জয় করাটাই মানুষের পরিচয়।
আমার প্রিয় এক বন্ধু হারিয়ে গেছে এ পৃথিবীর থেকে, তাই হতাশা কে হারিয়ে সেই বন্ধু হারানোর মধুর প্রতিশোধ আমি নিয়েছি , জীবনের জয়গান গেয়েছি ।
আমার বন্ধুর জন্য লেখা কিছু লাইন তার জন্য ই উৎসর্গ করলাম।

"জীবনের বন্ধুর পথে হাটঁতে হাটঁতে আজ আমি ক্লান্ত , পরিশ্রান্ত।
মন গুমরে কেদেঁ উঠে বলে শুরুটা তো ভালোই হয়েছিল , তবে কোথায় সেই লক্ষ্য কে জয় করার দূর্নিবার আকাঙ্খা , যা প্রতিনিয়ত আমার ক্ষনভঙ্গুর মনে কষাঘাত হানে??

নেমেছিলাম এই সমুদ্রে নিজেকে বিন্দু জলকনা থেকে জলতরঙ্গে পরিনত করতে , কিন্তু আমার শরীর বিষাক্রান্ত , আমি ক্লান্ত , আমি পরিশ্রান্ত।চেয়েছিলাম সেই ঐশ্বরিক বলে আমার অঙ্গে অঙ্গে ছড়িয়ে যাবে বসন্তের চিরলালিত্যের বাহার , উন্মাদনা , অজেয় মানসিকতা।।

কিন্তু জীবনের বিংশসনে আপাদমস্তক বিষক্রিয়ায় জর্জরিত আমি।

দোষটা আমারই ছিল!সহজ রাস্তা ছেড়ে বন্ধুর পথ ধরেছিলাম আমি , কিন্তু আমার অগ্রজ দের এ কেমন ত্রিকালদৃস্টি যা সহজ তরুন তনয়ের জীবনে আনে অমাবস্যার ছায়া??

তবে হাটঁতে হবে ওদেরই দেখানো পথ ধরে , তাই তো শিখে এসেছি এতদিনে।
তবে ভয় পাই ! যখন দেখি আমারই সমাবস্থাপ্রাপ্ত আমার চেয়ে তরুন , সবুজ , সতেজ প্রানগুলি যারা মাথা উচুঁ করে বাচঁতে চেয়েছিল , তারা বেদনার গাঢ় রসে নিমজ্জিত হয়ে , বিদায় জানিয়েছে এ ধরিত্রী কে!!
তখন বড্ড একা লাগে ! কিন্তু এই শরীর সঙ্গ দিচ্ছেনা , সে নিস্তেজ!!
জীবনের এই পথে চলতে চলতে আমি পড়ে যাই বারে বারে , আমি ক্লান্ত , আমি পরিশ্রান্ত।
তবুও ঘনোঘোর মেঘের মধ্যে যদি একফালি আলো ফোটে , সে আশায় হাল ছাড়িনি এখনও।হেটেঁ যাচ্ছি আমি দুরন্ত এই পৃথিবী তে , জানিনা কবে সকাল হবে , কবে আমি পাব সেই পুরাতন ছন্দ!
আজ আমি ক্লান্ত , পরিশ্রান্ত ।।"

সকাল হয়নি , সে হারিয়ে গেছে চিরতরে,
আমি বেচেছিঁ , সে আমার মধ্যে বেচেঁ আছে।।

## তমাল স্বরনে

 - সায়ন
loader
Home
Explore
Events
Notification
Profile