Nojoto: Largest Storytelling Platform

তুমি রয়েছো আমার কল্পনার এক দুনিয়ায়, যেখানে মনে

তুমি রয়েছো আমার কল্পনার এক দুনিয়ায়, 
যেখানে মনের কোনো বাধা নেই। 
যেখানে তোমার প্রত্যেক স্পর্শ আমি অনুভব করতে পারি, 
যেখানে আমি সব সময় তোমার হাতে নিজের হাত রাখতে পারি। 
যেখানে তোমাকে হারিয়ে ফেলবো, সেই ভয় নেই, 
তুমি এখানে আমাকে ছেড়ে চলে যাবে না, 
যদি আমি সমস্ত রাস্তা খোলা ছেড়ে দেই। 
তুমি আমার পরিচয় হয়ে থাকো এখানে, 
আমার চেতনাও জ্ঞান হারিয়ে ফেলে যেখানে। 
আসল সময়ের মতো, আমাকে অপেক্ষা করতে হয় না, 
সেই কল্পনার চোখে দেখতে হয় তোমাকে, 
যেখানে খালি চোখে তোমার সাথে দেখা হয়ে না। 
তোমার কত কথা, বেশিরভাগই কোনো মানে নেই, 
আমি তোমার দিকে তাকিয়ে শুনি সবকিছু, কোনো বাধা নেই। 
যতই বেশি দুর তুমি থাকো আমার থেকে, 
ঠিক ততটা পাশে আমি তোমাকে নিজের কাছে দেখতে পাই। 
জানি! এই সব তো শুধুই কল্পনা, এক মায়া। 
যেটা চোখ খুললেই এক স্বপ্নের মত মনের খাতায় জরিয়ে যাবে। 
তুমি নিজের দুনিয়ায় মগ্ন, নিজের মনের মানুষের কাছে এগিয়ে যাবে, 
এখানে একটু হাঁসি নিয়ে, চুপচাপ দুজনের পথ আলাদা হয়ে যাবে।

©Ananta Dasgupta
  #Missing #anantadasgupta #Bengali_poem #bengaliquote #bengalipoetry #separation #penningbengali