Nojoto: Largest Storytelling Platform

Best bengaliquote Shayari, Status, Quotes, Stories

Find the Best bengaliquote Shayari, Status, Quotes from top creators only on Gokahani App. Also find trending photos & videos aboutlove poem for her i miss you in bengali, love shayari in bengali for girlfriend, sad quotes of love in bengali, love quotes in bengali for girlfriend, love quotes for her in bengali,

  • 82 Followers
  • 391 Stories

Ananta Dasgupta

White তুমি রাতের জ্যোৎস্না, আলোর মত আছ
আমার অন্ধকারে রয়েছ কিন্তু একটা সময় ওবধি।
তুমি কখনো গল্প, কখনো কবিতা, কখনো আবার লেখায় আছ
আমার ইচ্ছায় রয়েছ কিন্তু একটা সময় ওবধি। 
শ্রেষ্ঠ কল্পনায় আছ, ভেজা চোখের স্বপ্নে আছ 
আমার সত্য জীবনে রয়েছ কিন্তু একটা সময় ওবধি। 

জানি! তোমার অনেক সীমানা আছে, মেনে নিলাম। 
জানি! অনেক কারণে ঘিরে ধরা তোমার ব্যস্ত জীবন, মেনে নিলাম। 
জানি! দেখা না পাওয়ার কারণ তোমার চারপাশের দেয়াল, মেনে নিলাম।
সেই দেয়ালের বাইরে আমি ঘুরপাক খাওয়া এক পাগল।
বেয়াদবি এতটা কি একবারে টেনে নিয়ে চলে যেতে পারে।
ধৈর্য এতটা কি নিঃশব্দে শুধু অপেক্ষা করতে পারে।

©Ananta Dasgupta #love_shayari #Bengali_poem #bengaliwriting #bengaliquote

Ananta Dasgupta

হে গঙ্গা! 
বয়ে চলেছ তুমি শহরের পাস থেকে, শুধু বয়ে যাচ্ছ। কেন?
কেউ রক্তে লাল হচ্ছে আর হাঁসছে পাশবিকতা, তুমি বয়ে যাচ্ছ। কেন?
তোমার সামনে আগুনে দাহ করা হল, ভাসিয়ে দেয়া হল তোমার কোলে।
তুমি নিরবে ধারণ করে নিলে সেই অস্থি আর বয়ে চলেছ। কেন?
তুমি দেহ শুদ্ধ করলে কিন্তু সেই দেহ কারণ হল অপবিত্রতার।
ওই অপবিত্রতার তুমি দেখলে নিরবে, তুমি বয়ে যাচ্ছ। কেন?
আজ তোমার কিনারা ধরে পথে নেমেছে অনেক রাগ, অনেক প্রশ্ন।
তুমি সবকিছু জেনে আসলে না, তুমি বয়ে যাচ্ছ। কেন?

হুঙ্কার দাও নিজের স্রোতের, ভেঙে দাও সমস্ত ব্যবধান।
এই অন্যায়ের জন্য তুমি শুরু কর যুদ্ধের অভিযান।
ডুবিয়ে দম বন্ধ কর তাদের যারা অন্যায়ের সাথে দাঁড়িয়ে।
অ্যাসিডে বদলাও নিজেকে, দাও হাড় অবধি জ্বালিয়ে।
যদি বইতে তাহলে প্রলয়ের মত করে এবার বয়ে যাও।
রুদ্র রুপ ধর নিজের, ছিন্ন ভিন্ন করে এগিয়ে যাও।
আশা হারিয়ে যাচ্ছে দেবী, বিচার এবার শাস্তি দাও।
নিজের হাতে বিচার নিয়ে তুমি তিলোত্তমা কে শান্তি দাও।

©Ananta Dasgupta #nojotopic #kolkatacase #JusticeAndRevenge #RGkar #revolution #anantadasgupta #Bengali_poem #bengaliquote

Ananta Dasgupta

ফাঁকা
(Part 6.1- The influence)

©Ananta Dasgupta #flowers #bengaliquote #bengalistory #anantadasgupta

Ananta Dasgupta

অয়ন কাজ গুটিয়ে বার বার ঘড়ির দিকে তাকাচ্ছে। হিসাব লাগাচ্ছে কতক্ষন কোন কাজ টা করলে তারাতারি বেড়াতে পারবে। সেই দিনের ঘটনার পর ঈশা চাকরি তো পেয়ে গেছে কিন্তু সেই জায়গায় না যেখানে সে চেয়েছিল। ঈশার ঘর থেকে প্রায় ১০ কিলোমিটার এর মধ্যেই তাকে অন্য অফিস দেওয়া হয়েছে। হঠাৎ করে দুজনের দেখাও হয়েছে। আর তার পর থেকে অয়ন তারাতারি বেড়ানোর জন্য ছটফট করে। প্রায় বেশির ভাগ ও ব্যর্থ হয়েছে নিজের চেষ্টায়। আজও তাই মনে হচ্ছে। 

অয়ন যদি সময় করেও বেড়ায় তাহলেও অনেক সময় লেগে যায় যেখানে ট্রাফিকের জন্য ও সময় পৌছতে পারে না। তা ছাড়া অয়নের ভিতরে এক অন্য রকম পরিবর্তন শুরু হয়ে গেছে। কাজে কোনো ত্রুটি নেই কিন্তু খুব ক্লান্ত থাকে, সারা দিন না খেয়ে এক জায়গায় বসে থাকে, মাঝের মধ্যে রেস্ট রূমে গিয়ে ১৫ মিনিটের একটা ন্যাপ নিয়ে ন্যায়। খাওয়ার বদলে ওর কাছে একটাই খাদ্য আর সেটা হলো ওর সিগারেট। সবার সাথে কথা বলছে, কিন্তু ও প্রকৃত অর্থে কারোর সাথে নেই, নিজের মধ্যে কোথাও হারিয়ে।

সঙ্কল্প অনেক দিন ধরে অয়নের ভিতরে এই নতুন পরিবর্তন লক্ষ্য করে। প্রথমে খুশি ছিল অয়ন কে তারাতারি বাড়ি যেতে দেখে। কিন্তু একদিন যখন জানতে পারে কি অয়ন বাড়ি পৌছায়নি তখন ওর সন্দেহ হয়েছে। 

"এই আমি এগোলাম। কাল দেখা হচ্ছে। ক্লাইন্ট কে ফাইল টা পাঠিয়ে আমাকে সি.সি তে রাখিস। আমি কালকে রিভিউ করে নেব।" অয়ন এটা বলে সঙ্কল্পের পিঠ চাপড়ে এগিয়ে গেল। ওর ধ্যান তখনও মোবাইলে। ঠিক ১০ মিনিট পরে অয়ন ব্যাগ নিয়ে আবার ফিরে এসেছে। মনে হচ্ছে কিছু হয়েছে, কিন্তু কি সেটা একমাত্র অয়ন জানে।

©Ananta Dasgupta #bengalistory #bengaliquote #bengaliwriting #Emotions #emptiness

Ananta Dasgupta

আজ খুব ঝড় বৃষ্টি হচ্ছে। ঘর থেকে এক্ষুনি ফোন আসল তারাতারি কাজ সেরে চলে আসতে। অনেক জিনিস মাথার মধ্যে ঘুরছে। অফিসের সমস্যা, কখন বেড়াতে পারব, ঘরে গিয়ে আবার সেই কাজ করতে হবে আর তার পর তাকিয়ে থাকো দেয়ালের দিকে।

তার মাঝে ফোনের দিকে আমি জানিনা কতক্ষণ ধরে তাকিয়ে। কোনো কল আসছে না, কোনো মেসেজ আসেনি। বিকেলে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল- "তোমার ছুটি কখন হয়?" এই প্রশ্নের সম্মুখীন ইদানীং আমাকে প্রায় এক সপ্তাহ ধরে হতে হচ্ছে। হয়তো ওর মনে হয়েছে আমি ওকে এড়িয়ে যাচ্ছি কিন্তু তা নয়। নিজেকে কাজের মধ্যে এতটাই ঢুকিয়ে দিয়েছি কি নিজের দিকে দেখা ভুলে গেছি। অনেক বার আলাদা আলাদা ভাবে ও বলে গেছে কিন্তু আমার আর ওর সময় এত আলাদা কি আমি যদি একদম সময় করেও বেড়াই তাহলেও আমাদের কোনো দেখা হবে না। এই কথাটা ওকে বলেছিলাম। জানিনা কতটা বুঝেছে কিন্তু যখন যখন "ওকে" লিখত তখন তখন ভাবতাম- "কত বার বলেছি, নিজের মনের কথা এত চেপে না রাখতে। সারা রাজ্যের কথা বলত কিন্তু যখন চুপ হয়ে যেত তখন শুধু একটা কথা- বাদ দাও, ছাড়ো।"

আমি নিজের মধ্যে থেকে বেড়িয়ে আবার একই কথা লিখলাম- "আমার ছুটি হতে দেরি আছে।" প্রায় ১০-১৫ মিনিট কোনো রিপ্লাই নেই। তার পরে একটা মেসেজ আসে "আমি তোমাকে রোজ বলতে থাকি।" ব্যস তারপরে এবার আমাকে ভেবে নিতে হবে। এইটা ও প্রায় করে এসেছে আমার সাথে। কিছুটা বলে ছেড়ে দেয, স্পষ্ট কথা না। বাকি এবার বুঝতে হবে। আগে ওকে বলেছিলাম- "মাঝে মাঝে ভাবি, তোর সাথে কথা বলা কম, কে.বি.সি খেলা বেশি হয় আমার।"

যা যাবতীয় জিনিস ছিল ব্যাগে রেখে হন হন করে দৌড় মারি। ঘড়ি তে তখন ৬:৩৫. ওকে বললাম- "আজ বস থেকে নেমে ওয়েট করবি। আমি বেড়িয়ে গেছি।" 
"আমি কতক্ষণ দাড়াবো। রাত ৯ টায় বাড়ি যাবো?" বৃষ্টি হচ্ছিল ভালোই জোরে। এদিকে আমার বস সেই এক জায়গায় আধা ঘন্টা ধরে দাড়িয়ে। 

"আজ তাও থাকবি।" আমি এখনও জানিনা আমি কি ভাবে জোর খাটিয়ে ওকে বললাম কেননা এত বছরে আমি কখনো ওকে জোর করে থাকতে বলিনি। একবার থাকার কথা বলেছিলাম কিন্তু সেটা অন্য কারনে, যেটা হয়েনি। 

আমি ভাড়া দিয়ে বস থেকে নামলাম আর দেখলাম আগের একটা স্টপেজে একটা ম্যাজিক গাড়ি দাড়িয়ে কিন্তু ফাঁকা। সিগন্যাল খোলার আগে দৌড় মারলাম, দেখলাম ৭:২২। ও আমার খোঁজ নিয়ে যাচ্ছে। কল করে বললাম- "আমি শাটলে উঠেছি, আশা করি এসে যাবো তারাতারি।" ফোন রেখে মেসেজ দেখলাম, দেখি লিখেছে- "আসতে প্রায় এক ঘন্টা লেগে যাবে।" ভুল বলেনি কথাটা কেননা এই সময় রাস্তায় প্রচুর ভির থাকে। আরও আধা ঘন্টা শুধু একটা প্যাসেঞ্জারের জন্য দাড়িয়ে থাকল। ৮:০০ বেজে গেছে।

©Ananta Dasgupta #anantadasgupta #bengalistory #bengaliquote

Trishna Chakraborty

Aar Vhalo lagchena ei jhor,
batash ta unmad koreche,bekhyali koreche mon,
Prohor probhav e obhav ache 
toh sudhumatro nijer alonkit kora pran 
hai,sei pran-bhora mey ti hariye jache
r kew bujhte parche na 
r se ager moto nei r hobeo na.

©Trishna Chakraborty #aaina #bengaliquote #nojolove 

#aaina

Ananta Dasgupta

সমস্ত সমস্যার সমাধান এই ছাই তে। 
সমস্ত বাধা মিটে যায় এই ছাই তে। 
এই ছাই থেকেই শুরু শেষের যাত্রা, 
নতুন করে শুরু হয় সব এই ছাই তে। 
কষ্ট নষ্ট হয়ে যায় এই ছাই তে। 
আশা, ভালবাসা, অপেক্ষা মুছে যায় এই ছাই তে। 
ছাই হতে হলে পুড়ে ছারখার হয়ে যাক সবকিছু আমার। 
ভস্ম আরতি হোক তোমার সেই ছাই তে।

©Ananta Dasgupta #shiva #omnamahshivaya #Shankar #anantadasgupta #Bengali_poem #Bengali #bengaliquote

Parvez pappu

যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে। Poetry #Bengali_poem #bengaliquote

read more

Ananta Dasgupta

দেবীর স্বরূপ কোনো না কোনো রুপে বাস করে, 
সে কখনো যায় না, পরোক্ষভাবে সাথে থাকে।
নমস্কার করি প্রত্যেক রুপে বাস করা শক্তিকে, 
নমস্কার করি সেই প্রকৃতিকে যার কোলে বড় হয়েছি। 
নমস্কার করি সেই মা কে যারা সবসময় আমাদের আগলে রাখে।
নমস্কার করি সেই সহচরীদের যারা জীবন যুদ্ধ লড়াইয়ে সাথে থাকে। 
নমস্কার করি সেই প্রেমিকাদের যারা অর্ধাংশ হয়ে যায়। 
নমস্কার করি সেই মেয়েদেরও যারা অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। 
নমস্কার করি তাদেরকে যারা সাথে থাকে 
না, কিন্তু অংশীদার হিসেবে নিজের
পরিচিতি রাখে। 
শুভ বিজয়া।

©Ananta Dasgupta #anantadasgupta #shubhobijoya #happydussehra #Dashami #Bengali_poem #bengaliquote #bengalicreation

Ananta Dasgupta

যে হাত ভালবাসা আর আশীর্বাদের জন্য ওঠে, 
সেই হাত রক্ষা করার জন্য রক্তে ডুবে যেতে পারে। 
কেউ উচুঁ পাহাড়ের শেষ সীমানায় তাকে খোঁজে, 
কেউ আবার হয়তো দিনে একবার নাম করে নেয়। 
দেখছে তো সে দুজনকেই, বিনা কোনো শর্তে, 
তার আয়ত্তের মধ্যেই আছে সব, স্বর্গে হক বা মর্তে। 
বিশ্বাস যেখানে আছে, কোনো ভয়ের স্থান নেই, 
যদি ভয় জায়গা রাখে, সেখানে বিশ্বাসের মান নেই।

©Ananta Dasgupta #anantadasgupta #Day3 #devi #durga #BengaliPoem #bengaliquote #bengalicreator
loader
Home
Explore
Events
Notification
Profile