Find the Latest Status about junior from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, junior.
BANGLE TIMES
নির্যাতিতার বাবা-মায়ের কথায় অনশন প্রত্যাহার, মঙ্গলে সর্বাত্মক চিকিৎসক ধর্মঘটও তুলে নেওয়া হল গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন ছয় জুনিয়র ডাক্তার। পরের দিন, ৬ অক্টোবর ধর্মতলায় অনশনে যোগ দেন আরজি কর হাসপাতালের জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো। নবান্নের বৈঠক থেকে ফিরে এসে সোমবার রাতেই ‘আমরণ অনশন’ কর্মসূচি প্রত্যাহার করে নিলেন জুনিয়র ডাক্তারেরা। গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় ‘আমরণ অনশন’-এ বসেছিলেন তাঁরা। পাশাপাশি, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও চলছিল ‘ভুখ হরতাল’। ১০ দফা দাবি আদায়ে অনড় ছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সোমবার ধর্মতলায় দাঁড়িয়ে সেই অনশন কর্মসূচি প্রত্যাহার করলেন আন্দোলনকারীরা। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও প্রত্যাহার করা হল ‘আমরণ অনশন’। পাশাপাশি আন্দোলনকারীরা জানিয়ে দিলেন, নবান্ন-বৈঠকে প্রশাসনের ‘শরীরী ভাষা’ তাঁদের ভাল লাগেনি। আরজি করের নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের কথাতেই আন্দোলন তুলছেন তাঁরা। ©BANGLE TIMES #Junior_Doctors_Hunger_Strike
BANGLE TIMES
সোমবার মুখ্যমন্ত্রীর বৈঠকে যাবেন জুনিয়র ডাক্তারেরা, তবে মুখ্যসচিবের ‘শর্ত’ মেনে নয়! অনশন তোলা হবে না শনিবার ধর্মতলার অনশনমঞ্চে গিয়েছিলেন মুখ্যসচিব। তাঁর মাধ্যমে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। সোমবার বিকেলে তিনি ডাক্তারদের প্রতিনিধিদের নবান্নে বৈঠকে ডেকেছেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন, মুখ্যসচিব মনোজ পন্থকে ইমেল করে জানিয়ে দিলেন জুনিয়র ডাক্তারেরা। তবে এই বৈঠকের জন্য মুখ্যসচিব যে ‘শর্ত’ দিয়েছিলেন, তা মানছেন না তাঁরা। ইমেলে জানানো হয়েছে, অনশন তুলে নেওয়া হচ্ছে না সোমবারের আগে। সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই অনশন তুলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ©BANGLE TIMES #Junior_Doctors_Protest
BANGLE TIMES
নবান্ন হাই কোর্ট দেখাতেই পাল্টা বিবৃতি চিকিৎসক সংগঠনের, ‘আইন মেনেই করা হবে দ্রোহের কার্নিভাল’ রবিবারই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ইমেল পাঠিয়েছেন চিকিৎসক সংগঠনকে। অনুরোধ জানিয়েছেন ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার জন্য। হাই কোর্টের নির্দেশের কথাও ইমেলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যসচিব মনোজ পন্থ মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ প্রত্যাহার করার কথা বলেছেন ডাক্তারদের। ওই একই দিনে কলকাতায় পুজোর কার্নিভালও রয়েছে। ফলে নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে ‘দ্রোহের কার্নিভাল’ থেকে বিরত থাকার জন্য বলেছে রাজ্য সরকার। মুখ্যসচিবের সেই ইমেলের পরই এ বার বিবৃতি দিল সিনিয়র ডাক্তারদের সংগঠন ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’। মঙ্গলবার ‘দ্রোহের কার্নিভাল’ না করার জন্য সরকারের বার্তাকে ‘হতাশাজনক’ বলেই মনে করছে চিকিৎসক সংগঠন। মুখ্যসচিবের পাঠানো ইমেলে ১১ অক্টোবর হাই কোর্টের একটি নির্দেশের কথাও উল্লেখ ছিল। তবে চিকিৎসকেরাও জানিয়ে দিয়েছেন, আইনের সীমার মধ্যে থেকে এবং হাই কোর্টের পর্যবেক্ষণ মেনেই তাঁদের লড়াই জারি থাকবে। ©BANGLE TIMES #Junior_Doctors_Fasting
BANGLE TIMES
আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হওয়া অনশনকারী পুলস্ত্য কেমন আছেন, এনআরএস থেকে এই মুহূর্তের আপডেট জয়দীপ বলেন, “পুলস্ত্য আচার্য সাত দিন ধরে অনশনে ছিলেন। টানা অনশনে থাকার ফলে তাঁর মানসিক সচেতনতা কমে যায়। তাঁর অবচেতন হওয়ার মতো পরিস্থিতি হয় এবং তাঁর পেটে ব্যথা হয়।” অনশনকারী জুনিয়র ডাক্তার পুলস্ত্য আচার্যকে সময় মতো হাসপাতালে ভর্তি করানো হলেও পরিস্থিতি এখনও সঙ্কটজনক। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পুলস্ত্যের স্বাস্থ্যপরীক্ষার পর এমনটাই জানালেন নীলরতন সরকার মেডিক্যাল কলেজের (এনআরএস) মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জয়দীপ দেব। ©BANGLE TIMES #Junior_Doctors_Protest
BANGLE TIMES
আইএমএ-সহ চিকিৎসক সংগঠনগুলিকে সোমবার বৈঠকে ডাক মুখ্যসচিবের, জট কাটার রাস্তা খুলবে? ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মর্মেই সংগঠনগুলিকে জানানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-সহ সব চিকিৎসক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যসচিব মনোজ পন্থ। সেই মর্মেই সংগঠনগুলিকে জানানো হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় হবে সেই বৈঠক। নবান্নের তরফে জানানো হয়েছে, প্রত্যেক সংগঠন থেকে দু’জন প্রতিনিধি থাকতে পারবেন বৈঠকে। কারা বৈঠকে থাকবেন তাঁদের নাম ইমেল করে জানাতে হবে। ©BANGLE TIMES #Junior_Doctors_Protest
BANGLE TIMES
শারীরিক অবস্থার অবনতি অনিকেত মাহাতোর, রাতেই ভর্তি করানো হল আরজি করে, রাখা হল সিসিইউতে অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালে। সেখানে তাঁকে সিসিইউতে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরজি করের অনশনরত জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর শারীরিক অবস্থার অবনতি। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয়েছে আরজি কর হাসপাতালে। সেখানে ভর্তি করানো হয়েছে অনিকেতকে। ধর্মতলার অনশনমঞ্চে উপস্থিত চিকিৎসকেরা এই সিদ্ধান্ত নিয়েছেন। ©BANGLE TIMES #Junior_Doctor_Hunger_Strike
BANGLE TIMES
রোগী-ডাক্তার একই পক্ষ, বার্তা ধর্মতলার মঞ্চ থেকে, অভিমুখ সিবিআইও, দিল্লি গিয়ে প্রতিবাদের হুঙ্কার! দ্বিতীয় বার পূর্ণ কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন জুনিয়র ডাক্তারেরা। তা নিয়ে বিভিন্ন প্রশ্নও উঠতে শুরু করেছে। এ বার ধর্মতলার সভামঞ্চ থেকে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করলেন জুনিয়র ডাক্তারেরা। আরজি করের ঘটনার প্রতিবাদে বুধবার ফের কলকাতার রাস্তায় নামলেন জুনিয়র ডাক্তারেরা। কলেজ স্ক্যোয়ার থেকে মিছিল করলেন ধর্মতলা পর্যন্ত। মিছিল শেষে সভা। অতীতের কর্মসূচিগুলির মতো বুধেও জুনিয়র ডাক্তারদের সঙ্গে পা মেলালেন সিনিয়র ডাক্তারেরা। মিছিলে শামিল হল নাগরিক সমাজও। কেন ফের পূর্ণ কর্মবিরতি, সেই ব্যাখ্যাও দেওয়া হল ধর্মতলার সভা থেকে। একই সঙ্গে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হল, আন্দোলনের অভিমুখ একমাত্র রাজ্য সরকার নয়। সমান ভাবে সিবিআইও। প্রয়োজনে দিল্লিতে গিয়ে সিবিআইয়ের বিরুদ্ধে সংঘবদ্ধ আন্দোলনের হুঁশিয়ারিও এল। ডাক্তারেরা যে রোগী ও তাঁদের পরিজনদের থেকে বিচ্ছিন্ন কোনও পক্ষ নয়, সেই বার্তাও এল। মানুষের কথা বিবেচনা করে কর্মবিরতি ছাড়া আন্দোলনে অন্য কোনও কর্মসূচি গ্রহণ করা যায় কি না, ধর্মতলার সভায় তা নিয়েও প্রস্তাব গেল জুনিয়র ডাক্তারদের কাছে। আন্দোলনকে যে রাজনীতিকেরা নিজেদের স্বার্থসিদ্ধির অভিপ্রায়ে ব্যবহার করতে চাইছেন, সে কথাও উঠে এল। ©BANGLE TIMES #Junior_Doctors_Protest
BANGLE TIMES
সোম সকালে সুপ্রিম কোর্টে শুনানি, বিকেল থেকে ফের কর্মবিরতির হুঁশিয়ারি দিয়ে রাখলেন জুনিয়র ডাক্তারেরা আবার কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন রাজ্যের জুনিয়র ডাক্তারেরা। শনিবার জিবি বৈঠকের পর তাঁরা জানান, সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পর বিকেল থেকেই পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। আবার কর্মবিরতির পথে হাঁটার হুঁশিয়ারি দিলেন রাজ্যের জুনিয়র ডাক্তারেরা। পানিহাটির সাগর দত্ত মেডিক্যাল কলেজে যেমন কর্মবিরতি চলছে তেমনটা চলবে। পাশাপাশি, শনিবার জেনারেল বডি (জিবি)-র বৈঠকের পর তাঁরা জানান, সোমবার বিকেল থেকে রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি করবেন তাঁরা। ©BANGLE TIMES #Junior_Doctor_Protest
BANGLE TIMES
৪৩ দিনের অবস্থানে ইতি, সহমত-দ্বন্দ্বের নানা বাঁক ডাক্তারদের আন্দোলনে, শেষ দিনেও টানাপড়েন জুনিয়র ডাক্তারদের একটি অংশ মনে করছে, এক বার অবস্থান উঠে গেলে নতুন করে তা শুরু করা মুশকিল। তখন সরকার ফের নিজের ‘মূর্তি’ ধারণ করতে পারে। তখন কি এই মাত্রায় আন্দোলন তোলা যাবে? শুরু হয়েছিল ৯ অগস্ট। শেষ হল (আপাতত) ২০ সেপ্টেম্বর। এই ৪৩ দিনে জুনিয়র ডাক্তারদের আন্দোলন নানা বাঁক পেরিয়েছে। আরজি কর হাসপাতালের চত্বর, লালবাজারের অদূরে ফিয়ার্স লেন থেকে সেই আন্দোলন শেষে গিয়ে পড়েছিল সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায়। ১০ দিন ধরে চলেছে টানা অবস্থান। যা শুক্রবার দুপুর ৩টেয় শেষ হল। ©BANGLE TIMES #Junior_Doctpr_Movement
BANGLE TIMES
দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকব, স্বাস্থ্য ভবনের সামনে দাঁড়িয়ে হুঁশিয়ারি চিকিৎসকদের নবান্নে গিয়েছিলেন ডাক্তারদের ৩২ জন প্রতিনিধি। কিন্তু বৈঠকের সরাসরি সম্প্রচারের অনুমতি দেয়নি সরকার। নবান্নের বাইরে অপেক্ষা করেন তাঁরা। দীর্ঘ ক্ষণ সভাঘরে বসে ছিলেন মমতা। বৈঠক ভেস্তে যায়। স্বাস্থ্য ভবনের সামনে থেকে আবার সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারেরা। হুঁশিয়ারির সুরে জানালেন, তাঁরা দরকারে আরও ৩৩ দিন রাস্তায় পড়ে থাকবেন। ©BANGLE TIMES #R_G_Kar #Junior_Doctor_Protest
#R_G_KAR #Junior_Doctor_Protest
read more