Nojoto: Largest Storytelling Platform

Best খেয়ালী_কাহন Shayari, Status, Quotes, Stories

Find the Best খেয়ালী_কাহন Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 61 Stories

Jayanta Roy

পরের সপ্তাহে মহালয়া। আকাশে বাতাসে কেমন যেন পুজো পুজো গন্ধ ভাসছে। আজ তোমাদের জন্যে রইলো পূজাকেন্দ্রিক একটি quadruple কোলাব। ⌨︎তোমরা যেকোনো একটি বা দুটি খোপে চার লাইনের অন্ত্যমিলযুক্ত বা অন্ত্যমিলহীন একটি কবিতা লিখবে এবং তোমার বন্ধুদেরও একইভাবে কোলাবে অংশ নিতে আমন্ত্রণ জানাবে। ⌨︎শর্ত হলো, যে খোপে (বা খোপদুটিতে) তোমরা লিখবে, তোমাদের লেখার বিষয়বস্তু সেই খোপের ছবির সাথে সম্পর্কযুক্ত হবে। ⌨︎কারোর লেখায় কোলাব করার ক্ষেত্রে বাকি যে দুটি বা একটি খোপে লিখবে তাতেও একইভাবে লেখার সাথে বিষয়বস্তু সম্পর্কযুক্ত #yqdada #YourQuoteAndMine #নীলদিগন্ত #কোলাবে_কাহন #খেয়ালী_কাহন #সাময়িক_কাহন #কোলাবে_কাহন৫৬ #চতুরঙ্গ৩

read more
নস্টালজিক সেই রেডিও
আজ শুধুই স্মৃতির অন্তরালে
বিরূপাক্ষের চন্ডীপাঠ আর
মন্ত্র উচ্চারণের তালে....  পরের সপ্তাহে মহালয়া। আকাশে বাতাসে কেমন যেন পুজো পুজো গন্ধ ভাসছে। আজ তোমাদের জন্যে রইলো পূজাকেন্দ্রিক একটি quadruple কোলাব।
⌨︎তোমরা যেকোনো একটি বা দুটি খোপে চার লাইনের অন্ত্যমিলযুক্ত বা অন্ত্যমিলহীন একটি কবিতা লিখবে এবং তোমার বন্ধুদেরও একইভাবে কোলাবে অংশ নিতে আমন্ত্রণ জানাবে।
⌨︎শর্ত হলো, যে খোপে (বা খোপদুটিতে) তোমরা লিখবে, তোমাদের লেখার বিষয়বস্তু সেই খোপের ছবির সাথে সম্পর্কযুক্ত হবে।
⌨︎কারোর লেখায় কোলাব করার ক্ষেত্রে বাকি যে দুটি বা একটি খোপে লিখবে তাতেও একইভাবে লেখার সাথে বিষয়বস্তু সম্পর্কযুক্ত

Jayanta Roy

পরের সপ্তাহে মহালয়া। আকাশে বাতাসে কেমন যেন পুজো পুজো গন্ধ ভাসছে। আজ তোমাদের জন্যে রইলো পূজাকেন্দ্রিক একটি quadruple কোলাব। ⌨︎তোমরা যেকোনো একটি বা দুটি খোপে চার লাইনের অন্ত্যমিলযুক্ত বা অন্ত্যমিলহীন একটি কবিতা লিখবে এবং তোমার বন্ধুদেরও একইভাবে কোলাবে অংশ নিতে আমন্ত্রণ জানাবে। ⌨︎শর্ত হলো, যে খোপে (বা খোপদুটিতে) তোমরা লিখবে, তোমাদের লেখার বিষয়বস্তু সেই খোপের ছবির সাথে সম্পর্কযুক্ত হবে। ⌨︎কারোর লেখায় কোলাব করার ক্ষেত্রে বাকি যে দুটি বা একটি খোপে লিখবে তাতেও একইভাবে লেখার সাথে বিষয়বস্তু সম্পর্কযুক্ত #yqdada #YourQuoteAndMine #কোলাবে_কাহন #খেয়ালী_কাহন #সাময়িক_কাহন #কোলাবে_কাহন৫৬ #চতুরঙ্গ৩

read more
ঢাকের উপর পড়লো কাঠি,ঢ্যাং কুড়া কুড় কুড়,,
আকাশ বাতাস মুখরিত আগমনীর সুর---
দুঃখ বিষাদ অসুখ কাটুক মায়ের আগমনে
আনন্দের আজ জোয়ার উঠুক দেহ-মনে প্রাণে | পরের সপ্তাহে মহালয়া। আকাশে বাতাসে কেমন যেন পুজো পুজো গন্ধ ভাসছে। আজ তোমাদের জন্যে রইলো পূজাকেন্দ্রিক একটি quadruple কোলাব।
⌨︎তোমরা যেকোনো একটি বা দুটি খোপে চার লাইনের অন্ত্যমিলযুক্ত বা অন্ত্যমিলহীন একটি কবিতা লিখবে এবং তোমার বন্ধুদেরও একইভাবে কোলাবে অংশ নিতে আমন্ত্রণ জানাবে।
⌨︎শর্ত হলো, যে খোপে (বা খোপদুটিতে) তোমরা লিখবে, তোমাদের লেখার বিষয়বস্তু সেই খোপের ছবির সাথে সম্পর্কযুক্ত হবে।
⌨︎কারোর লেখায় কোলাব করার ক্ষেত্রে বাকি যে দুটি বা একটি খোপে লিখবে তাতেও একইভাবে লেখার সাথে বিষয়বস্তু সম্পর্কযুক্ত

Jayanta Roy

আজ আবার আমাদের সাথে কোলাব করে ছন্দে বুনে ফেলো তোমাদের মনের এলোমেলো ভাবনাগুলো। ⌨ শর্ত একটাই। প্রদত্ত ব্যাকগ্রাউন্ডের দুটি খোপের একটি লেখায় থাকবে "মেঘপিওন" শব্দটি ও অপরটিতে "জলপরী" শব্দটি। ("মেঘপিওন" ও "জলপরী" দুটি শব্দই একজনের লেখায় থাকলে কোলাবটি গ্রহণযোগ্য হবে না।) ⌨ বন্ধুকে কোলাব করার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাও কিন্তু দ্বিতীয় লেখাটির পর কোলাব অপশনটি অফ্ করে দিও। এভাবেই আমাদের কল্পে তোমাদের গল্প বুনতে থাকো। ⌨️ সময়সীমা- শনিবার সকাল ৮ টা অবধি।। #yqdada #YourQuoteAndMine #কোলাবে_কাহন #খেয়ালী_কাহন #মেঘপিওন_ও_জলপরী #কোলাবে_কাহন৫২

read more
বানভাসি মন স্বপ্নবিভোর
ইচ্ছেডানায় ভর করে---
মেঘাচ্ছন্ন দিগন্তে আজ
দেয় পাড়ি ওই সুদূরে....  আজ আবার আমাদের সাথে কোলাব করে ছন্দে বুনে ফেলো তোমাদের মনের এলোমেলো ভাবনাগুলো। 
⌨ শর্ত একটাই। প্রদত্ত ব্যাকগ্রাউন্ডের দুটি খোপের একটি লেখায় থাকবে "মেঘপিওন" শব্দটি ও অপরটিতে "জলপরী" শব্দটি। 
("মেঘপিওন" ও "জলপরী" দুটি শব্দই একজনের লেখায় থাকলে কোলাবটি গ্রহণযোগ্য হবে না।) 
⌨ বন্ধুকে কোলাব করার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাও কিন্তু দ্বিতীয় লেখাটির পর কোলাব অপশনটি অফ্ করে দিও। 

এভাবেই আমাদের কল্পে তোমাদের গল্প বুনতে থাকো। 

⌨️ সময়সীমা- শনিবার সকাল ৮ টা অবধি।।

Eva Paul

#খুশির_কাহন এ আমরা চেষ্টা করি তোমাদের একটুকরো ভালোলাগা উপহার দিতে। তাই আজ খেয়ালী কাহনের তরফ থেকে রইল একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড। এর ওপরই বুনে ফেলো তোমাদের লেখা অনুগল্প বা কবিতা। ♦ কল্পনার বিষয় - ঘুড়ি-লাটাই ও ছেলেবেলা (প্রত্যেকটি শব্দের প্রত্যক্ষ প্রয়োগ বাধ্যতামূলক নয়।) ♦ সময়সীমা - আগামীকাল সকল ৮ টা। ♦ শব্দসীমা - অনধিক ৫০। ♦ খেয়াল রেখো লেখাটি পড়ে যেন কারো মন খারাপ না হয়ে যায়। ♦ একক লেখাই গ্রহণযোগ্য। #yqdada #YourQuoteAndMine #কোলাবে_কাহন #খেয়ালী_কাহন #ঘুড়ি_কাহন

read more
ইচ্ছে-ঘুড়ি মেললো ডানা,প্রজাপতির মন-ঠিকানা,
আজ যে কতই রঙ্গ হবে,থাকবে না তো সুখ-সীমানা।
ব্যস্ত মনের তার ছিঁড়েছে,ছোট্টবেলায় সে ফিরেছে,
মিষ্টি মধুর হাসি-গল্পে বিকেলটা আজ বদলে গেছে।।  #খুশির_কাহন এ আমরা চেষ্টা করি তোমাদের একটুকরো ভালোলাগা উপহার দিতে। 
তাই আজ খেয়ালী কাহনের তরফ থেকে রইল একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড। এর ওপরই বুনে ফেলো তোমাদের লেখা অনুগল্প বা কবিতা।
♦ কল্পনার বিষয় - ঘুড়ি-লাটাই ও ছেলেবেলা (প্রত্যেকটি শব্দের প্রত্যক্ষ প্রয়োগ বাধ্যতামূলক নয়।)
♦ সময়সীমা - আগামীকাল সকল ৮ টা।
♦ শব্দসীমা - অনধিক ৫০।
♦ খেয়াল রেখো লেখাটি পড়ে যেন কারো মন খারাপ না হয়ে যায়। 
♦ একক লেখাই গ্রহণযোগ্য।

Eva Paul

আজ তোমাদের দিলাম Sayantani Kar এর লেখা দুটি লাইন। আর দেরি কেন! কোলাব করে বুনে ফেলো তোমাদের মনের এলোমেলো ভাবনাগুলো। ⌨তোমরা ২/৪ বাক্যে করবে কোলাব। ⌨ আর কোনো শর্ত নেই। ⌨ বন্ধুকে কোলাব করার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাও কিন্তু তৃতীয় লেখাটির পর কোলাব অপশনটি অফ্ করে দিও। এভাবেই আমাদের কল্পে তোমাদের গল্প বুনতে থাকো। #yqdada #YourQuoteAndMine #কোলাবে_কাহন #খেয়ালী_কাহন #বৃষ্টিভেজাপাতা #কোলাবে_কাহন৩০

read more
ক্ষণিকের আবেগেও আপ্লুত হয় মন,চোখও ভেজে জলে
তাৎক্ষণিক ভালোলাগা জোয়ার তোলে
পাগল হওয়া খেলার ছলে
তাই বলে ভেবোনা এটাকে প্রেম বলে।। আজ তোমাদের দিলাম Sayantani Kar এর লেখা দুটি লাইন। 
আর দেরি কেন! কোলাব করে বুনে ফেলো তোমাদের মনের এলোমেলো ভাবনাগুলো। 
⌨তোমরা ২/৪ বাক্যে করবে কোলাব। 
⌨ আর কোনো শর্ত নেই। 
⌨ বন্ধুকে কোলাব করার জন্য অবশ্যই আমন্ত্রণ জানাও কিন্তু তৃতীয় লেখাটির পর কোলাব অপশনটি অফ্ করে দিও। 

এভাবেই আমাদের কল্পে তোমাদের গল্প বুনতে থাকো।

শ্রীতমা ☘️

ব্যবহৃত শব্দ- পিপাসা, নিশাচর #শব্দছক১৯ #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #midnight_Kahon #yqdada

read more

কবির কাছে বসন্ত বিক্রি করেছি, স্টারনামে গজিয়েছে অপ্রাপ্তির বহুতল বাসা,
পাতাও ঝরছে, সূচিপত্রেই যেন আরো ঘনিষ্ঠ মৃত্যুদিন, আমিও তো মানুষ!
এপর্যন্ত তোমাকে ছোঁয়া হয়নি, অ্যাশস্ট্রে ভর্তি থেকে যাবে নিশাচর  পিপাসা,
এখন শহরটার গায়ে শীতের প্রবল কোপ, নিশাচর নক্ষত্রেরা সাজায়নি কালপুরুষ।। ব্যবহৃত শব্দ- পিপাসা, নিশাচর
#শব্দছক১৯  #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #midnight_kahon #yqdada

শ্রীতমা ☘️

লেখালিখিটা গেছে একেবারেই, তার পরোক্ষ কারন সময়ের অভাব, আর প্রত্যক্ষ কারন শব্দহীনতায় ভুগছি।। যারা পোক করেছিলে শ্রীপর্ণা (বোনু), ✍️কলমে বিপ্লব, Arpan Mandal, soumi bhattacharyya (দিভাই), সবাইকে অনেক অনেক থ্যাংকু মনে রাখার জন্য।। আর দেরিতে লেখা দেওয়ার জন্য সরি।। ♡ দখিনু গঙ্গা ♡ (কমেন্টে লিখতে বলেছিলে) দেখো লিখলাম যা তা ।। #সোমবারের_কাহন #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #yqdada

read more
।। আজ নয় কাল ।।
লেজকাটা ঘুড়িদের কঙ্কাল ডিঙিয়ে আকাশের ছাদ পেলাম, 
এবার খানিক তোমার চোখের অস্ফুট ছায়া কাব্য পড়তে বসি,
কন্ঠনালীতে বিসর্গের ভিড়, বাক্যবিহীন শূন্যতা।
'অ' থেকে 'চন্দ্রবিন্দু'র তুমুল অভাব, প্রশ্নেরা আন্তরিকভাবে ছুটে আসে,
তুমি কি আকাশের মতোই বিশাল?
আজ নয় কাল এই বন্য অচেনা দিব্যি ভেসে যাবে রক্তস্রোতে।।


আর কতোটা হাঁটলে, হাতের তালুর মতো মোহনা পাবো!
গোড়ালির ফাটা দাগে সমুদ্রের স্বপ্ন,
চারপাশে শীতের ওড়াউড়ি, তোমার মনের হাওয়ার মতো তীব্র,
আমাদের কথা শেষের আগেই নদী শুকায়, ঠোঁটেদের কথা মরে যায়,
করোটির গহ্বরে জাগে যন্ত্রণাকে হারানোর লড়াই।

আজ নয় কাল আমাদের কোষে লেখা হবে বাঁচার কবিতা,
সিলেবাসের বাইরে নয়, বাবুলের বাসার মতোই সোজাসাপ্টা।।
  -শ্রীতমা


     লেখালিখিটা গেছে একেবারেই, তার পরোক্ষ কারন সময়ের অভাব, আর প্রত্যক্ষ কারন শব্দহীনতায় ভুগছি।।
    যারা পোক করেছিলে 
শ্রীপর্ণা   (বোনু), ✍️কলমে বিপ্লব,  Arpan Mandal, soumi bhattacharyya  (দিভাই), সবাইকে অনেক অনেক থ্যাংকু মনে রাখার জন্য।। আর দেরিতে লেখা দেওয়ার জন্য সরি।।

 ♡ দখিনু গঙ্গা ♡  (কমেন্টে লিখতে বলেছিলে) দেখো লিখলাম যা তা ।। 

#সোমবারের_কাহন #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #yqdada

শ্রীতমা ☘️

বেনামী চিঠি , soumi bhattacharyya (দিভাই), শ্রীপর্ণা (বোনু) , Mr Miksuo(ভাই); সবাইকে এত্তো ভালোবাসা মনে রাখার জন্য ❤️❤️❤️❤️ আর একটা উল্টো পাল্টা লেখা রইল তোমাদের জন্য 💞💞💞💞।। #piccontest33 #চাঁদ #বাংলা #yqdada #খেয়ালী_কাহন

read more
শব্দের জমায়েত দীঘিতে তখনও চোখের বালি আবিষ্কার হয়নি,
গুঁড়ো গুঁড়ো জোৎস্নারা উত্তর পেরিয়ে দক্ষিণে চোখ রাখে,
আধভেজা গোটা আকাশময় ভালোবাসার গন্ধ,
অনেকটা স্মৃতির মতোই, বেজায় আঠালো।।

মায়াবৃক্ষের রহস্য ছিঁড়ে তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি,
আর খোঁপা ভেঙ্গে দু-একটা নিশুতি রাত ও নামিয়ে দিলাম,
সে রাত কোকেনের মতো,
মূহুর্তেই বোবা অক্ষরের নিঃশ্বাসে মেঘেদের দল ভারী,
উঁকি দেয় তোমার আমার মনখারাপ আবিষ্কারের নেশা,
নিভে যাওয়া নষ্ট ল্যাম্পের আবছা আলোয় বৃষ্টিযোগ।।

কলঙ্কের ভয় পাইনা!
আমার গভীরে আমাদের বাঁধ ভাঙুক, গোটা থাক পৃথিবীর চাঁদটাই, 
তোমার ঠোঁটের কষ বেয়ে গড়িয়ে নামছে বাসি বৃষ্টি,
 কষ্ট ধুয়ে গেছে, তবু ক্যানাইনে রক্তের স্পর্শ রয়ে যায়।।

পরিযায়ী পালকের অন্তরালে বিলুপ্ত মেঘ,
আনমনা শহরের রাজপথে,
গজিয়ে ওঠে,
প্রেমের নকশা কাটা সুখী গৃহকোণ।।
                                                   বেনামী চিঠি , soumi bhattacharyya (দিভাই),  শ্রীপর্ণা (বোনু) , Mr Miksuo(ভাই); সবাইকে এত্তো ভালোবাসা মনে রাখার জন্য ❤️❤️❤️❤️
 আর একটা উল্টো পাল্টা লেখা রইল তোমাদের জন্য 💞💞💞💞।।
#piccontest33 #চাঁদ #বাংলা #yqdada #খেয়ালী_কাহন

শ্রীতমা ☘️

🤢🤢🤮 #খুশির_কাহন meme_কাহন৭ #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন meme_কাহন #yqdada

read more
কাল ই তো ওকে না জানিয়ে ৫ পিস্ 
চিকেন পকোড়া একাই সাবাড়ে এলাম!!
তবে কি ওগুলো  সত্যিই ভাগাড়ের মা-ং-স! 🤢🤢🤮
#খুশির_কাহন #meme_কাহন৭ #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #meme_কাহন #yqdada

শ্রীতমা ☘️

"আঁসুন আঁসুন এঁই শ্যাঁওড়া গাঁছটাতে পাঁ ঝুঁলিয়ে গুঁছিয়ে বঁসুন দেঁখি, আঁমি ওঁয়েটারকে ছাঁই মাঁখানো ফ্রাঁই কঁরা হাঁড় আঁর সেঁই সঁঙ্গে কাঁচা রঁক্তের কোঁল্ড ড্রিঁংক্স দিঁতে বঁলি", বললেন পাত্রীর বাবা নাদু বেহ্মদত্যি। ভূত চতুর্দশীর অশুভ লগ্নে চারহাত এক হচ্ছে, নিমতলা শশ্মানের পরমা সুন্দরী নাদু বেহ্মদত্যির একমাত্র মেয়ে খেঁদী শাঁকচুনি এবং উত্তরপাড়া মহাশ্মশানের বিধু মামদো ভূতের কনিষ্ঠ পুত্র স্কন্ধকাটা পাঁচু মামদোর। যথারীতি বরপক্ষ এসে উপস্থিত হয়েছেন, ওদিকে খেঁদীকে বিয়ের সাজে দেখে তার মা পেঁচী ডাকিনী #yqdada #YourQuoteAndMine #খেয়ালী_কাহন #কাহানিয়ার_কাহন #মজার_ভূত #midnight_Kahon

read more
ভূতের বিবাহ অভিযান
         ( গল্প ক্যাপশনে)..... "আঁসুন আঁসুন এঁই শ্যাঁওড়া গাঁছটাতে পাঁ ঝুঁলিয়ে গুঁছিয়ে বঁসুন দেঁখি, আঁমি ওঁয়েটারকে ছাঁই মাঁখানো ফ্রাঁই কঁরা হাঁড় আঁর সেঁই সঁঙ্গে কাঁচা রঁক্তের কোঁল্ড ড্রিঁংক্স দিঁতে বঁলি", বললেন পাত্রীর বাবা নাদু বেহ্মদত্যি। ভূত চতুর্দশীর অশুভ লগ্নে চারহাত এক হচ্ছে, নিমতলা শশ্মানের পরমা সুন্দরী নাদু বেহ্মদত্যির একমাত্র মেয়ে খেঁদী শাঁকচুনি এবং উত্তরপাড়া মহাশ্মশানের বিধু মামদো ভূতের কনিষ্ঠ পুত্র স্কন্ধকাটা পাঁচু মামদোর। যথারীতি বরপক্ষ এসে উপস্থিত হয়েছেন, ওদিকে খেঁদীকে বিয়ের সাজে দেখে তার মা পেঁচী ডাকিনী
loader
Home
Explore
Events
Notification
Profile